menu-iconlogo
huatong
huatong
avatar

Jeno Kichu Mone Korona

Abanti Sithihuatong
Risingstar36073188huatong
Lirik
Rekaman
Music......

যেন কিছু মনে কোরো না

কেউ যদি কিছু বলে

কত কিই যে সয়ে যেতে হয়

ভালবাসা হলে-

যেন কিছু মনে কোরো না

কেউ যদি কিছু বলে

Music....

কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে।

কারো কোনো কথা শুনে থেমো না গো কোনোমতে।

কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে।

কারো কোনো কথা শুনে থেমো না গো কোনোমতে।

চোখদুটি ভোরো না অভিমানী আঁখিজলে।

যেন কিছু মনে কোরো না

কেউ যদি কিছু বলে

যেন কিছু মনে কোরো না

কেউ যদি কিছু বলে

Music........

ফাগুনকে আজ মনে পড়ে মেঘ এলে ফাগুনে।

সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে।

ফাগুনকে আজ মনে পড়ে মেঘ এলে ফাগুনে।

সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে।

তাই বলি ব্যথা পেলে, ভেঙে তুমি পড়ো না গো।

স্বরলিপি নাই থাক গান ভুল কোরো না গো।

তাই বলি ব্যথা পেলে, ভেঙে তুমি পড়ো না গো।

স্বরলিপি নাই থাক গান ভুল কোরো না গো।

সব কথা, গঞ্জনা মানো শুধু খেলাছলে।

যেন কিছু মনে কোরো না

কেউ যদি কিছু বলে

কত কিই যে সয়ে যেতে হয়

ভালবাসা হলে-

যেন কিছু মনে কোরো না

কেউ যদি কিছু বলে

Selengkapnya dari Abanti Sithi

Lihat semualogo

Kamu Mungkin Menyukai