menu-iconlogo
logo

Kehoy Kore Becha Kena

logo
Lirik
কেহয় করে বেচাকেনা, কেহয় কান্দে

রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে

কেহয় করে বেচাকেনা, কেহয় কান্দে

রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে

ফুলের বনে আছে কাঁটা, মনের ঘরে চাবি আঁটা

ভাঙতে হবে ঘরের চাবি, খুঁজবি যদি তারে

কাঁটার ঘায়ে অঙ্গ রে তোর হয় যদি জর্জর

কাঁটার ঘায়ে অঙ্গ রে তোর হয় যদি জর্জর

কাঁদিস না আর বসে বসে...

কাঁদিস না আর বসে বসে পথের ধারে

রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে

কেহয় করে বেচাকেনা, কেহয় কান্দে

রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে

মুর্শিদেরই নামটি ধরো নিজের ইমান ওজন করো

বিসমিল্লাকে চাপা রাখো হৃদপিন্ডের ভিতরে

দুই চোক্ষের পানি দিয়া যায় কি পাওয়া তারে

দুই চোক্ষের পানি দিয়া যায় কি পাওয়া তারে

সাথে থাকলে মন মহাজন...

সাথে থাকলে মন মহাজন কী না হইতে পারে

রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে

কেহয় করে বেচাকেনা, কেহয় কান্দে

রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে

কেহয় করে বেচাকেনা, কেহয় কান্দে

রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে

Kehoy Kore Becha Kena oleh Abdul Alim - Lirik & Cover