menu-iconlogo
huatong
huatong
abdul-hadi-tomader-sukher-ei-nire-cover-image

Tomader Sukher Ei Nire

Abdul Hadihuatong
my-dockhuatong
Lirik
Rekaman
নমস্কার বন্ধুরা

তোমাদের সুখের এই নীড়ে

আমাকে খোঁজো না বন্ধু

আমি তো চলেছি ধীরে

তোমাদের সুখের এই নীড়ে

আমাকে খোঁজো না বন্ধু

আমি তো চলেছি ধীরে

তোমাদের সুখের এই নীড়ে

,,অাপলোড নবকান্ত রায়,,

আজ এই আসরে বন্ধু

আমি শেষ গান শুনিয়ে যাবো

অশ্রু লুকিয়ে বন্ধু

আমি স্বপ্নে রাঙিয়ে দেবো

এই প্রেম কেঁদে যাক বন্ধু

আমার হৃদয় ভীড়ে

তোমাদের সুখের এই নীড়ে

আমাকে খোঁজো না বন্ধু

আমি তো চলেছি ধীরে

তোমাদের সুখের এই নীড়ে

,,অাপলোড নবকান্ত রায়,,

দুঃখ করি না বন্ধু

আমি ঝঞ্ঝার আকাশে পাখি

দীর্ঘ নিশাসে বন্ধু

আমি কান্তির ঠিকানা রাখি

এই নাম ভুলে যেও বন্ধু

হাজার নামের ভীড়ে

তোমাদের সুখের এই নীড়ে

আমাকে খোঁজো না বন্ধু

আমি তো চলেছি ধীরে

তোমাদের সুখের এই নীড়ে

আমাকে খোঁজো না বন্ধু

আমি তো চলেছি ধীরে

তোমাদের সুখের এই নীড়ে

জয় শ্রীকৃষ্ণ

Selengkapnya dari Abdul Hadi

Lihat semualogo

Kamu Mungkin Menyukai