menu-iconlogo
huatong
huatong
avatar

Pitch dhala ei poth/ পিচ ঢালা এই পথটারে

Abdul Jabbarhuatong
༺❊͜͡☆BIPU☆ⓈⓂⓌ☆❊͜͡☆༻huatong
Lirik
Rekaman
Uploaded by🌷BIPU🌷SMW🌷121457

পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি

তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি

Uploaded by🌷BIPU🌷SMW🌷121457🌷

রঙ ভরা এই শহরে যতই দেখেছি

আরে গোলক ধাঁধার চক্করে ততই পড়েছি

লা... লা... লা... লা লা লা

Uploaded by🌷BIPU🌷SMW🌷121457🌷

সারি সারি জনতার এই যে ভীড়ে

কেউ তো কারো পানে দেখো চায় না ফিরে

তাইতো আমি ভাই এই হাতটাকে চালাই

এপার ওপার করে শুধু পালিয়ে বেড়াই

হাই দিন যায় রাত যায় এমনি করে

অলিগলি রাজ পথ ঘুরে ঘুরে

পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি

তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি

Uploaded by🌷BIPU🌷SMW🌷121457🌷

ছোট ছোট মানুষের অন্ন কেড়ে

বড় বড় বাড়িগুলো উঠছে বেড়ে

তবু যেথা যাই আরে নাই যে কোনো ঠাঁই

বেঁচে থাকার তরে শুধু নগদ কিছু চাই

হাই দিন যায় রাত যায় এমনি করে

অলিগলি রাজ পথ ঘুরে ঘুরে

পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি

তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি

Uploaded by🌷BIPU🌷SMW🌷121457🌷

রঙ ভরা এই শহরে যতই দেখেছি

আরে গোলক ধাঁধার চক্করে ততই পড়েছি

লা... লা... লা... লা লা লা

লা... লা... লা... লা লা লা

লা... লা... লা... লা লা লা

লা... লা... লা... লা লা লা

লা... লা... লা... লা লা লা

লা... লা... লা... লা লা লা

<★ যবানিকা ★>

Selengkapnya dari Abdul Jabbar

Lihat semualogo

Kamu Mungkin Menyukai