menu-iconlogo
huatong
huatong
abir-biswas-ghum-ghum-ei-chokhe-cover-image

Ghum Ghum Ei Chokhe

Abir Biswashuatong
singaporeindiahuatong
Lirik
Rekaman
সামনে এলে তুমি মুখে কুলুপ, চোখ ভারি

ইচ্ছে করে বলি, তবু বলতে কি পারি

ও, চোখে চোখে সেই কথা পড়তে কে পারে? তুমি

ও, ঘুম ঘুম এই চোখে স্বপ্ন কে আঁকে? তুমি

কাছে এসে আধো হেসে বলে যে

চলো যাই সব পেয়েছির দেশে

ছুঁয়ে যায় ভালোবেসে সেই তুমি, ও

ঘুম ঘুম এই চোখে স্বপ্ন কে আঁকে? তুমি

তাকে খোঁজে বৃষ্টি চোখে

রূপকথা সে অচেনা

ধরা দিয়েও দেয় না ধরা

জেনেও যে রয় অজানা

রয় অজানা, কেন অজানা

ও, ঘুম ঘুম এই চোখে স্বপ্ন কে আঁকে? তুমি

এই তো আমি, তবু যেন নই তো আর সেই আমি

স্বপ্নে চিঠি পাঠাই ঠিকানাহীন বেনামী

মনে মনে তবু জানি চিনবে আমাকে তুমি

ও, ঘুম ঘুম এই চোখে স্বপ্ন কে আঁকে? তুমি

কাছে এসে আধো হেসে বলে যে

চলো যাই সব পেয়েছির দেশে

ছুঁয়ে যায় ভালোবেসে সেই তুমি, ও

ঘুম ঘুম এই চোখে স্বপ্ন কে আঁকে? তুমি

তাকে খোঁজে বৃষ্টি চোখে

রূপকথা সে অচেনা

ধরা দিয়েও দেয় না ধরা

জেনেও যে রয় অজানা

রয় অজানা, কেন অজানা

ও, ঘুম ঘুম এই চোখে স্বপ্ন কে আঁকে? তুমি

ও, নিঝুম দুপুরে জাগিয়ে কে রাখে? তুমি

কাছে এসে আধো হেসে বলে যে

চলো যাই সব পেয়েছির দেশে

ছুঁয়ে যায় ভালোবেসে সেই তুমি, ও

ঘুম ঘুম এই চোখে স্বপ্ন কে আঁকে? তুমি

তাকে খোঁজে বৃষ্টি চোখে

রূপকথা সে অচেনা

ধরা দিয়েও দেয় না ধরা

জেনেও যে রয় অজানা

তাকে খোঁজে বৃষ্টি চোখে

রূপকথা সে অচেনা

ধরা দিয়েও দেয় না ধরা

জেনেও যে রয় অজানা

Selengkapnya dari Abir Biswas

Lihat semualogo

Kamu Mungkin Menyukai