menu-iconlogo
huatong
huatong
avatar

Apon Kora Boddo valo

Aditi Chakrabortyhuatong
🌹DurjodhanRana🌹huatong
Lirik
Rekaman

DURJODHAN RANA

আপন করা বড্ড ভালো বড্ড আপন ভালো না

আপন আপন করে গেল আপন আপন হলো না

আপন করা বড্ড ভালো বড্ড আপন ভালো না

আপন আপন করে গেল আপন আপন হলো না

MUSIC ? ? RANA

কাছের মানুষ পর হয়ে যা...য়

কাছের মানুষ পর হয়ে যায়

পর হয়ে যায় আপন

এই আপন পরের আজব খেলায়

আপন পরের আজব খেলায়

থৈ পায়না যাপন আহা থৈ পায় না যাপন

একই মায়ের দুইটি ছানা

কি জানি আজ অচেনা..আ

একই মায়ের দুইটি ছানা কি জানি আজ অচেনা

বলতে কে গো পারো কে যে আপন

না না না না না না

আপন করা বড্ড ভালো, বড্ড আপন ভালো না

আপন আপন করে গেল আপন আপন হলো না

আপন করা বড্ড ভালো, বড্ড আপন ভালো না

আপন আপন করে গেল আপন আপন হলো না

MUSIC ? ? RANA

গোপনে লাগিয়ে আগুন সামনে ঢালে জল

গোপনে লাগিয়ে আগুন সামনে ঢালে জল

আহা কি আপন দেখো দাও মিষ্টি জল

ওদের দাও মিষ্টি জল

আত্মীয়দের ভুল বুঝোনা

বুঝোনা বুঝোনা বুঝোনা...

আত্মীয়দের ভুল বুঝোনা কে কয় ওরা পর

সুখে না হয় থাকে সাথে দুখে আসে জ্বর

ওদের আসে দুঃখের বেলায় জ্বর

আহা গো দুঃখের বেলায় জ্বর

কাল যে ছিল নয়ন মনি ও মনি ও মনি

কাল যে ছিল নয়ন মনি আজ হলো কাল সাপ

সাপ থেকে হবে আবার মনি মনি থেকে হবে সাপ

কিহি রং পাল্টায় বাপ কি রং পাল্টায় বাহাপ

না না না না

আপন করা বড্ড ভালো বড্ড আপন ভালো না

আপন আপন করে গেল আপন আপন হলো না

আপন করা বড্ড ভালো বড্ড আপন ভালো না

আপন আপন করে গেল আপন আপন হলো না

আপন আপন করে গেল আপন আপন হলো না ।।

ধন্যবাদ ?

Selengkapnya dari Aditi Chakraborty

Lihat semualogo

Kamu Mungkin Menyukai