ওরে বাংলদেশের .....
ওরে বাংলদেশের মেয়ে রে তুই
হেইলা দুইলা যাস
একবার যেই গুইরা তাকাস
লাগে ঝাঁকাস
পদ্মা নদীর ইলিশ খাইয়া
রূপ খানা কি ঝকঝকে বানাস
একবার যেই গুইরা তাকাস
লাগে ঝাঁকাস
পদ্মা নদীর ইলিশ খাইয়া
রূপ খানা কি ঝকঝকে বানাস
ও লালা হো
ও লালা হো
ও লালা হু ..হু হু
ও লালা হো
ও লালা হো
ও লালা হু ..হু হু
তোর টুমক টুমক চাল
আর চিকন চিকন গাল
আহা রাগের এমন তেজ
যেন লাল মরিচের ঝাল
তোর টুমক টুমক চাল
আর চিকন চিকন গাল
আহা রাগের এমন তেজ
যেন লাল মরিচের ঝাল
ওরে বঙ্গ ললনা তোর হয়না তুলনা
তোর মন রাঙ্গাতে করব যা তুই চাস
একবার যেই গুইরা তাকাস
লাগে ঝাঁকাস
পদ্মা নদীর ইলিশ খাইয়া
রূপ খানা কি ঝকঝকে বানাস
একবার যেই গুইরা তাকাস
লাগে ঝাঁকাস
পদ্মা নদীর ইলিশ খাইয়া
রূপ খানা কি ঝকঝকে বানাস
তোর ঝুমকো কানের দুল
আর খুপায় গান্ধা ফুল
ওই কাজল কালো চোখ
কার সপ্নেতে মশগুল
তোর ঝুমকো কানের দুল
আর খুপায় গান্ধা ফুল
ওই কাজল কালো চোখ
কার সপ্নেতে মশগুল
তোর মনটা পাবে যে আরে ধন্য হবে সে
তুই হাসলে পরেই হাসবে যে আকাশ
একবার যেই গুইরা তাকাস
লাগে ঝাঁকাস
পদ্মা নদীর ইলিশ খাইয়া
রূপ খানা কি ঝকঝকে বানাস
ওরে বাংলদেশের মেয়ে রে তুই
হেইলা দুইলা যাস
একবার যেই গুইরা তাকাস
লাগে ঝাঁকাস
পদ্মা নদীর ইলিশ খাইয়া
রূপ খানা কি ঝকঝকে বানাস
একবার যেই গুইরা তাকাস
লাগে ঝাঁকাস
পদ্মা নদীর ইলিশ খাইয়া
রূপ খানা কি ঝকঝকে বানাস
ও লালা হো
ও লালা হো
ও লালা হু ..হু হু
ও লালা হো
ও লালা হো
ও লালা হু ..হু হু