menu-iconlogo
logo

Nijer Manus || নিজের মানুষ ||

logo
Lirik
নিজের মানুষ নিজে রইল না রে

আপন মানুষ আপন হইল না রে

আমার মন চায় , চায় যে তোরে

ফিরে আয় , আয় পোড়া অন্তরে

আমার মন চায় , চায় যে তোরে

ফিরে আয় , আয় পোড়া অন্তরে

নিজের মানুষ , আপন মানুষ রে

আমি একলা কেমনে থাকি

পরিচিতি পুঁইষা রাখি ছটফটায় রে পাখি

কত কথা কইতে বাকি

কেমন কইরা চইলা গেলি করলিরে চালাকি

আমার কথা আর কবো কারে

আর একটা নজর দেখবো কি তারে

আমার মন চায় , চায় যে তোরে

ফিরে আয় , আয় পোড়া অন্তরে

তুই ভাঙ্গলি সকল আশা

বুঝতাম না রে প্রেমপ্রীতি কিবা ভালোবাসা

আমি দোষ দেব আর কারে

পোড়া কপাল কাইড়া নিল মনের মানুষটারে

ঘুম ধরে না তোরে মনে পড়ে

অসহায় করে গেলি আমারে

আমার মন চায় , চায় যে তোরে

ফিরে আয় , আয় পোড়া অন্তরে

নিজের মানুষ নিজে রইল না রে

আপন মানুষ আপন হইল না রে

আমার মন চায় , চায় যে তোরে

ফিরে আয় , আয় পোড়া অন্তরে

আমার মন চায় , চায় যে তোরে

ফিরে আয় , আয় পোড়া অন্তরে

নিজের মানুষ , আপন মানুষ রে