গানঃ তুমি ছাড়া মরিনা, তুমি ছাড়া বাচিনা
শিল্পীঃ মনির খান ও কনক চাঁপা
আপলোড বাই *আল-আমিন*
===Ready===
ছেলেঃ দিন যায় রাত যায় তোমারি অপেক্ষায়
বন্ধু বলো তুমি কই?
কই কই তুমি কই চারিদিকে চেয়ে রই
খুঁজে আমি পাবো নিশ্চয়ই
তুমি ছাড়া মরিনা, তুমি ছাড়া বাঁচিনা
তুমি ছাড়া মরিনা, তুমি ছাড়া বাঁচিনা
মেয়েঃ দিন যায় রাত যায় তোমারি অপেক্ষায়
বন্ধু বলো তুমি কই?
কই কই তুমি কই চারিদিকে চেয়ে রই
খুঁজে আমি পাবো নিশ্চয়ই
তুমি ছাড়া মরিনা, তুমি ছাড়া বাঁচিনা
তুমি ছাড়া মরিনা, তুমি ছাড়া বাঁচিনা
আপলোড বাই *আল-আমিন*
===Ready===
মেয়েঃ হতে গিয়ে পর, হয়েছি আপন
দিবো নাগো মন, দিয়েছি জীবন
হতে গিয়ে পর, হয়েছি আপন
দিবো নাগো মন, দিয়েছি জীবন
ছেলেঃ হতে গিয়ে পর, হয়েছি আপন
দিবো নাগো মন, দিয়েছি জীবন
হতে গিয়ে পর, হয়েছি আপন
দিবো নাগো মন, দিয়েছি জীবন
মেয়েঃ এখানে সেখানে চোখ যায় যেখানে
তোমাকে খুঁজে সারা হই
তুমি ছাড়া মরিনা, তুমি ছাড়া বাঁচিনা
তুমি ছাড়া মরিনা, তুমি ছাড়া বাঁচিনা
ছেলেঃ দিন যায় রাত যায় তোমারি অপেক্ষায়
বন্ধু বলো তুমি কই?
কই কই তুমি কই চারিদিকে চেয়ে রই
খুঁজে আমি পাবো নিশ্চয়ই
তুমি ছাড়া মরিনা, তুমি ছাড়া বাঁচিনা
তুমি ছাড়া মরিনা, তুমি ছাড়া বাঁচিনা
আপলোড বাই *আল-আমিন*
===Ready===
ছেলেঃ দেবোনা হৃদয় নিয়েছি বুকে
দুঃখ দেবো ভরেছি সুখে
দেবোনা হৃদয় নিয়েছি বুকে
দুঃখ দেবো ভরেছি সুখে
মেয়েঃ দেবোনা হৃদয় নিয়েছি বুকে
দুঃখ দেবো ভরেছি সুখে
দেবোনা হৃদয় নিয়েছি বুকে
দুঃখ দেবো ভরেছি সুখে
আমি যে তোমারি, তুমি যে আমারি
কেউ তো আর কারো নই
তুমি ছাড়া মরিনা, তুমি ছাড়া বাঁচিনা
তুমি ছাড়া মরিনা, তুমি ছাড়া বাঁচিনা
মেয়েঃ দিন যায় রাত যায় তোমারি অপেক্ষায়
বন্ধু বলো তুমি কই?
কই কই তুমি কই চারিদিকে চেয়ে রই
খুঁজে আমি পাবো নিশ্চয়ই
তুমি ছাড়া মরিনা, তুমি ছাড়া বাঁচিনা
তুমি ছাড়া মরিনা, তুমি ছাড়া বাঁচিনা
ছেলেঃ দিন যায় রাত যায় তোমারি অপেক্ষায়
বন্ধু বলো তুমি কই?
কই কই তুমি কই চারিদিকে চেয়ে রই
খুঁজে আমি পাবো নিশ্চয়ই
তুমি ছাড়া মরিনা, তুমি ছাড়া বাঁচিনা
তুমি ছাড়া মরিনা, তুমি ছাড়া বাঁচিনা
*ধন্যবাদ*