menu-iconlogo
huatong
huatong
amar-sonar-bangla--cover-image

জাতীয় সংগীত আমার সোনার বাংলা

Amar sonar banglahuatong
roomtonehuatong
Lirik
Rekaman
জাতীয় সংগীত

আমার সোনার বাংলা

আমার সোনার বাংলা..

আমি তোমায় ভালোবাসি..

আমার সোনার বাংলা..

আমি তোমায় ভালোবাসি..

চিরদিন তোমার আকাশ

তোমার বাতাস

আমার প্রাণে..

ওমা আমার প্রাণে বাজায় বাঁশি

সোনার বাংলা...

আমি তোমায় ভালোবাসি

ও মা ফাগুনে তোর

আমের বনে

ঘ্রাণে, পাগল করে….

মরি হায়,

হায় রে ও মা

ফাগুনে তোর আমের বনে

ঘ্রাণে, পাগল করে….

ও মা অঘ্রাণে তোর ভরা ক্ষেতে

কি দেখেছি...

আমি কি দেখেছি মধুর হাসি

সোনার বাংলা..

আমি তোমায় ভালোবাসি..

কি শোভা কি ছায়া গো

কি স্নেহ কি মায়া গো

কি আঁচল বিছায়েছো

বটের মূলে

নদীর কূলে কূলে..এ..

মা তোর মুখের বাণী

আমার কানে লাগে

সুধার মতো...ও ও ও

মরি হায়

হায় রে মা তোর

মুখের বাণী

আমার কানে লাগে

সুধার মতো...

মা তোর বদন খানি,মলিন হলে

আমি নয়ন,

ওমা আমি নয়ন জলে ভাসি

সোনার বাংলা..

আমি তোমায় ভালোবাসি..

আমার সোনার বাংলা

আমি তোমায় ভালোবাসি

চিরদিন তোমার আকাশ

তোমার বাতাস

আমার প্রাণে..

ওমা আমার প্রাণে বাজায় বাঁশি

সোনার বাংলা..

আমি তোমায় ভালোবাসি..

Kamu Mungkin Menyukai