menu-iconlogo
huatong
huatong
avatar

আমার বুকের মধ্যে খানে Amar Buker Moddhe

Andrew Kishorhuatong
cornmillhuatong
Lirik
Rekaman

আমার বুকের মধ্যে খানে

মন যেখানে হৃদয় যেখানে

সেই খানে তোমাকে আমি রেখেছি কতো না যতনে

তোমার বুকের মধ্যে খানে

মন যেখানে হৃদয় যেখানে

সেই খানে আমাকেও রেখো

আর কথাও যাবো না জীবনে

আমার বুকের মধ্যে খানে

মন যেখানে হৃদয় যেখানে

তোমায় নিয়ে নাউ ভাশিয়ে যাবো তেপান্তর

তোমায় নিয়ে নাউ ভাশিয়ে যাবো তেপান্তর

ভালোবাসার ঘর বানিয়ে হবো দেশান্তর

তোমায় কতো ভালোবাসি

বুজাব বুজাব কেমনে...

আমার বুকের মধ্যে খানে

মন যেখানে হৃদয় যেখানে

সেই খানে তোমাকে আমি রেখেছি কতো না যতনে

তোমার বুকের মধ্যে খানে

মন যেখানে হৃদয় যেখানে

সাগরেরী টানে যেমন নদী ছুটে যায়

সাগরেরী টানে যেমন নদী ছুটে যায়

তেমনি করে আমার এ মন

তোমায় পেতে চায়

তুমি আমার জীবন তরী

তুমি আশার আলো নয়নে

আমার বুকের মধ্যে খানে

মন যেখানে হৃদয় যেখানে

সেই খানে তোমাকে আমি রেখেছি কতো না যতনে

তোমার বুকের মধ্যে খানে

মন যেখানে হৃদয় যেখানে

সেই খানে আমাকেও রেখো

আর কথাও যাবো না জীবনে

Selengkapnya dari Andrew Kishor

Lihat semualogo

Kamu Mungkin Menyukai