menu-iconlogo
huatong
huatong
avatar

আজ রাত সারা রাত জেগে থাকব

Andrew Kishore/Runa Lailahuatong
mutancillahuatong
Lirik
Rekaman
আজ রাত সারা রাত জেগে থাকব

দু’চোখের ইশারাতে কাছে ডাকব

লাজ যদি ভেঙে যায় দুষ্টুমিতে

ভালবাসা কারে আমি বলব

আজ রাত সারা রাত জেগে থাকব

ছোঁয়া দিয়ে হৃদয়ের দ্বার খুলব

ভুল যদি হয়ে যায় অজান্তে

ভালোবাসা কারে আমি বলব

আজ রাত সারা রাত জেগে থাকব

ফুলের কাছে ভ্রমর যেমন

আমার কাছে ওগো তুমি

যেমন আছি তেমনি রব

চিরদিনই এ আমি

পাখির কাছে আকাশ যেমন

আমার কাছে ওগো তুমি

তোমার বুকে ভেসে রব

চিরদিনই এ আমি

মন যদি মনে মেশে

কাছে আসা কারে আমি বলব

আজ রাত সারা রাত জেগে থাকব

ছোঁয়া দিয়ে হৃদয়ের দ্বার খুলব

ভুল যদি হয়ে যায় অজান্তে

ভালোবাসা তারে আমি বলব

আজ রাত সারা রাত জেগে থাকব

ফাগুন এলে আগুন লাগে

হৃদয় রাঙে তুমি এলে

মধুর চেয়ে মধুর লাগে

মিলনের সুখ পেলে

বাতাস এলে উদাস লাগে

কাঁপন জাগে তুমি এলে

প্রাণের চেয়ে আপন লাগে

সোহাগে দোল দিলে

মন যদি ছবি আঁকে

ভীরু আশা কারে আমি বলব

আজ রাত সারা রাত জেগে থাকব

দু’চোখের ইশারাতে কাছে ডাকব

লাজ যদি ভেঙে যায় দুষ্টুমিতে

ভালবাসা কারে আমি বলব

আজ রাত সারা রাত জেগে থাকব

ছোঁয়া দিয়ে হৃদয়ের দ্বার খুলব

ভুল যদি হয়ে যায় অজান্তে

ভালোবাসা কারে আমি বলব

আজ রাত সারা রাত জেগে থাকব

Selengkapnya dari Andrew Kishore/Runa Laila

Lihat semualogo

Kamu Mungkin Menyukai