==============
==============
M-এ জীবনে যারে চেয়েছি,
আজ আমি তারে পেয়েছি,
তুমি আমার সেই তুমি আমার
তোমারে খুঁজে পেয়েছি
F-এ জীবনে যারে চেয়েছি,
আজ আমি তারে পেয়েছি
তুমি আমার সেই তুমি আমার
তোমারে খুঁজে পেয়েছি
M+Fএ জীবনে যারে চেয়েছি।
আজ আমি তারে পেয়েছি,,
==============
==============
F--তুমি ছিলে না, ছিলো না আশা,
তোমায় পেয়ে, আশা বেঁধেছে বাসা
M--তুমি ছিলে না, ছিলো না আশা,
তোমায়য় পেয়ে,আশা বেধেঁছে বাসা,
ফোটালে আমার বুকে সুখের ভাষা।
F--ওওওওওওওও
এ জীবনে যারে চেয়েছি,
আজ আমি তারে পেয়েছি,
M--তুমি আমার, সেই তুমি আমার,
তোমারে খুঁজে পেয়েছি
F+M-এ জীবনে যারে চেয়েছি,
আজ আমি তারে পেয়েছি।
==============
==============
M--তুমি নয়নে-নয়নে শুধু,
প্রাণের প্রিয়া তুমি, রাঙা বধু,
F--তুমি নয়নে-নয়নে শুধু, ‘
আমি যে তোমার ওগো রাঙা বধু,
করেছো আমায় ওগো,এ কোন যাদু।
M--ওওওওওওও
এ জীবনে যারে চেয়েছি,
আজ আমি তারে পেয়েছি,
F--তুমি আমার,সেই তুমি আমার
তোমারে খুঁজে পেয়েছি
M--এ জীবনে যারে চেয়েছি,
আজ আমি তারে পেয়েছি,
তুমি আমার সেই তুমি আমার
তোমারে খুঁজে পেয়েছি
F--এ জীবনে যারে চেয়েছি,
আজ আমি তারে পেয়েছি।
F+M-এ জীবনে যারে চেয়েছি
আজ আমি তারে পেয়েছি
==== ====
ধন্যবাদ সবাইকে