menu-iconlogo
huatong
huatong
andrew-kishore-ami-to-ekdin-chole-jabo-cover-image

AMI TO EKDIN CHOLE JABO

Andrew Kishorehuatong
┏━━⋆💌ˢᵐˢ💌❴ᎪᎡᏆƑ❵⋆━━࿇1huatong
Lirik
Rekaman

আমিতো একদিন চলে যাবো

বেধে রাখা যাবে না

অনেক দূরে, হারিয়ে যাবো

কোথাও খুঁজে পাবে না না

আমিতো একদিন চলে যাবো

বেধে রাখা যাবে না

অনেক দূরে, হারিয়ে যাবো

কোথাও খুঁজে পাবে না

কেন মিছে মায়া বন্ধনে

আমায় বন্ধু তুমি জড়ালে

এতো ভালোবেসে কেন বলো

আমার হৃদয় তুমি ভরালে

কেন মিছে মায়া বন্ধনে

আমায় বন্ধু তুমি জড়ালে

এতো ভালোবেসে কেন বলো

আমার হৃদয় তুমি ভরালে

আমিতো একদিন চলে যাবো

বেধে রাখা যাবে না

অনেক দূরে, হারিয়ে যাবো

কোথাও খুঁজে পাবে না না

এই অন্তরে, ফুলেরি বাসরে

কত যতনে, রেখেছি তোমারে হা হা

এই অন্তরে, ফুলেরি বাসরে

কত যতনে, রেখেছি তোমারে

আমাকে তো পাবেনা দুহাত তুমি বাড়ালে

কেন মিছে মায়া বন্ধনে

আমায় বন্ধু তুমি জড়ালে

এতো ভালোবেসে কেন বলো

আমার হৃদয় তুমি ভরালে

আমিতো একদিন চলে যাবো

বেধে রাখা যাবে না

অনেক দূরে, হারিয়ে যাবো

কোথাও খুঁজে পাবে না না

তুমি ভুলোনা, ভুলোনা আমায়

লিখ নামটি, স্মৃতির পাতায় আ হা

তুমি ভুলোনা, ভুলোনা আমায়

লিখ নামটি, স্মৃতির পাতায়

বড় প্রেমের জ্বালায় আছে এই কথা জানে সকলে

কেন মিছে মায়া বন্ধনে

আমায় বন্ধু তুমি জড়ালে

এতো ভালোবেসে কেন বলো

আমার হৃদয় তুমি ভরালে

আমিতো একদিন চলে যাবো

বেধে রাখা যাবে না

অনেক দূরে, হারিয়ে যাবো

কোথাও খুঁজে পাবে না না

আমিতো একদিন চলে যাবো

বেধে রাখা যাবে না

অনেক দূরে, হারিয়ে যাবো

কোথাও খুঁজে পাবে না

কেন মিছে মায়া বন্ধনে

আমায় বন্ধু তুমি জড়ালে

এতো ভালোবেসে কেন বলো

আমার হৃদয় তুমি ভরালে

কেন মিছে মায়া বন্ধনে

আমায় বন্ধু তুমি জড়ালে

এতো ভালোবেসে কেন বলো

আমার হৃদয় তুমি ভরালে.

=====================

===DONNOBAD===

Selengkapnya dari Andrew Kishore

Lihat semualogo

Kamu Mungkin Menyukai