menu-iconlogo
huatong
huatong
avatar

Gaibona ar kono gaan tumay chara

Anila/Sumonhuatong
ms.weezy524huatong
Lirik
Rekaman
দিয়েছিলে যা নিয়ে নিতে পারো

লেখা কবিতা গাওয়া গান যতো

খোজে দেখো না পাবে না কেউ আমার মত

মুছে দিও না শুধু হৃদয় ক্ষত

গাইব না আর কোন গান তোমায় ছাড়া

লিখবনা আমি আর তুমিহীনা কবিতা

গাইব না আর কোন গান তোমায় ছাড়া

লিখবনা আমি আর তুমিহীনা কবিতা

দিয়েছিলে যা নিয়ে নিতে পারো

লেখা কবিতা গাওয়া গান যতো

খোজে দেখো না পাবে না কেউ আমার মত

মুছে দিও না শুধু হৃদয় ক্ষত

গাইব না আর কোন গান তোমায় ছাড়া

লিখবনা আমি আর তুমিহীনা কবিতা

গাইব না আর কোন গান তোমায় ছাড়া

লিখবনা আমি আর তুমিহীনা কবিতা

নিজেকে আমি বুঝিনি কখনো

ছিলেনা যখন আসনি তখনো

এলে সেখালে অজানা যা ছিলো

আমার মাঝে আজ আমি আলোকিত

নিজেকে আমি বুঝিনি কখনো

ছিলেনা যখন আসনি তখনো

এলে সেখালে অজানা যা ছিলো

আমার মাঝে আজ আমি আলোকিত

গাইব না আর কোন গান তোমায় ছাড়া

লিখবনা আমি আর তুমিহীনা কবিতা

গাইব না আর কোন গান তোমায় ছাড়া

লিখবনা আমি আর তুমিহীনা কবিতা

গাইব না আর কোন গান তোমায় ছাড়া

লিখবনা আমি আর তুমিহীনা কবিতা

গাইব না আর কোন গান তোমায় ছাড়া

লিখবনা আমি আর তুমিহীনা কবিতা

গাইব না আর কোন গান.....তোমায় ছাড়া

লিখবনা আমি আর .....তুমিহীনা কবিতা

গাইব না আর কোন গান..তোমায় ছাড়া

লিখবনা আমি আর.....তুমিহীনা কবিতা

Selengkapnya dari Anila/Sumon

Lihat semualogo

Kamu Mungkin Menyukai