menu-iconlogo
huatong
huatong
anup-jalota--cover-image

খেলিছ এ বিশ্ব লয়ে

Anup Jalotahuatong
rahmeh1huatong
Lirik
Rekaman
খেলিছ ও۔۔ এ বিশ্ব লয়ে۔۔

বিরাটও শিশু আন মনে খেলিছো۔۔

এ বিশ্ব লয়ে

বিরাটও শিশু আন মনে খেলিছো

প্রলয় সৃষ্টি তব،পুতুলও খেলা۔

নিরজনে.. প্রভু,নিরজনে খেলিছো..

এ বিশ্ব লয়ে..

বিরাট ও শিশু আন মনে খেলিছো۔۔

হৃদয়ে বাংলাদেশ

শূণ্যে মহা আকাশে۔۔

তুমি মগ্ন লীলা বিলাসে..۔۔

শূণ্যে মহা আকাশে۔۔

তুমি মগ্ন লীলা বিলাসে

ভাঙ্গিছো গড়িছো নীতি ক্ষণে ক্ষণে۔۔

নিরজনে প্রভু নিরজনে۔۔ খেলিছো۔۔

এ বিশ্ব লয়ে۔۔

বিরাটও শিশু আন মনে খেলিছো۔۔۔

হৃদয়ে বাংলাদেশ

তারকা রবি শশী،খেলনা তব۔۔ হে উদাসী۔۔

পড়িয়া আছে রাঙা পায়েরও কাছে রাশি রাশি

তারকা রবি শশী খেলনা তব۔۔ হে উদাসী۔۔

পড়িয়া আছে রাঙা পায়েরও কাছে রাশি রাশি...

BD Boiragi

নিত্য তুমি হে উদার...

সুখে দুখে অবিকার...

নিত্য তুমি হে উদার...

সুখে দুখে অবিকার...

হাসিছো, খেলিছো,তুমি আপন সনে..

নিরজনে..প্রভু নিরজনে..খেলিছো...

এ বিশ্ব লয়ে..

বিরাটও শিশু আন মনে খেলিছো۔۔

প্রলয় সৃষ্টি তব، পুতুলও খেলা

নিরজনে۔۔প্রভু নিরজনে۔۔খেলিছো۔۔

এ বিশ্ব লয়ে۔۔

বিরাটও শিশু আন মনে খেলিছো۔۔۔۔

Selengkapnya dari Anup Jalota

Lihat semualogo

Kamu Mungkin Menyukai