menu-iconlogo
huatong
huatong
avatar

Qatl E Zulfiqar

Anupam Roy/Timir Biswashuatong
godmorgen1huatong
Lirik
Rekaman
জমেছে গভীরে যত, সবই সময়ের ক্ষত

লালচে সকাল আসে, সবাই যে আহত

ভাঙে ঘর ঈশ্বর

ফাঁকা চোখে চেয়ে থাকে, ধূসর পিছু ডাকে

কঠিন অসুখ, কঠিন সময়, অজানা কালো ভয়

কঠিন অসুখ, কঠিন সময়, অজানা কালো ভয়

জমেছে গভীরে যত, সবই সময়ের ক্ষত

থেমে গেছে সব, যেন অচেনা হাওয়ার কোনো গতি নেই

রক্তের ফোঁটাগুলো জড়ো হয়ে থাকে, পরিণতি নেই

থেমে গেছে সব, যেন অচেনা হাওয়ার কোনো গতি নেই

রক্তের ফোঁটাগুলো জড়ো হয়ে থাকে, পরিণতি নেই

ধারালো নখের আঁচড়ের দাগ

পুড়ে গেছে সব, এসে দেখি এই মোহনায়

মোহনায়

কঠিন অসুখ, কঠিন সময়, অজানা কালো ভয়

কঠিন অসুখ, কঠিন সময়, অজানা কালো ভয়

খিড়কি আড়াল থেকে চোখগুলো সরে যায় তাকালে

আমার ভেতরে কেউ শুয়ে ছিলো, তুমি এসে জাগালে

খিড়কি আড়াল থেকে চোখগুলো সরে যায় তাকালে

আমার ভেতরে কেউ শুয়ে ছিলো, তুমি এসে জাগালে

ঘুমিয়ে কি আর ব্যাথা ভোলা যায়?

জেগে থাকি তাই, দেখা হোক শেষ সীমানায়

সীমানায়

জমেছে গভীরে যত, সবই সময়ের ক্ষত

লালচে সকাল আসে, সবাই যে আহত

ভাঙে ঘর ঈশ্বর

ফাঁকা চোখে চেয়ে থাকে, ধূসর পিছু ডাকে

কঠিন অসুখ, কঠিন সময়, অজানা কালো ভয়

কঠিন অসুখ, কঠিন সময়, অজানা কালো ভয়

কঠিন অসুখ, কঠিন সময়, অজানা কালো ভয়

কঠিন অসুখ, কঠিন সময়, অজানা কালো ভয়

Selengkapnya dari Anupam Roy/Timir Biswas

Lihat semualogo

Kamu Mungkin Menyukai