menu-iconlogo
huatong
huatong
avatar

তুই আমার দুটি চোখের তারা রে

APONhuatong
Danger-zonehuatong
Lirik
Rekaman
ছেলেঃ] তুই আমার দুটি চোখের তারা রে।

তোর লাইগা মনটা পাগল পারা রে।

তুই আমার দুটি চোখের তারা রে।

তোর লাইগা মনটা পাগল পারা রে।

তোরে ছাড়া চাইনা বাঁচতে যাবো যে মরে--।

মেয়েঃ] তুই আমার দুটি চোখের তারা রে।

তোর লাইগা মনটা পাগল পারা রে।

তুই আমার দুটি চোখের তারা রে।

তোর লাইগা মনটা পাগল পারা রে।

মেয়েঃ] তুই যে আমার সুখ পাখিটা

মন আকাশের চাঁন।

তোরে ছাড়া বাঁচবো না রে

তুই যে আমার প্রাণ।

ছেলেঃ] তুই যে আমার সুখ পাখিটা

মন আকাশের চাঁন।

তোরে ছাড়া বাঁচবো না রে

তুই যে আমার প্রাণ।

মেয়েঃ] চোখের একটু আড়াল হইলে

মন যে কাইন্দা মরে---।

তুই আমার দুটি চোখের তারা রে।

তোর লাইগা মনটা পাগল পারা রে।

ছেলেঃ] তুই আমার দুটি চোখের তারা রে।

তোর লাইগা মনটা পাগল পারা রে।

༺?AR.Rumi+Imu?༻

ছেলেঃ] তুই যে আমার আত্নার আত্না

তাই তো এতোটান।

তোর বুকে লাগলে ব্যাথা পাই যে তার সমান।

মেয়েঃ] তুই যে আমার আত্নার আত্না

তাই তো এতোটান।

তোর বুকে লাগলে ব্যাথা পাই যে তার সমান।

তোর ভালোবাসা জমছে বুকেরই ভিতরে---।

ছেলেঃ] তুই আমার দুটি চোখের তারা রে।

তোর লাইগা মনটা পাগল পারা রে।

দুজনেঃ] তুই আমার দুটি চোখের তারা রে।

তোর লাইগা মনটা পাগল পারা রে।

Selengkapnya dari APON

Lihat semualogo

Kamu Mungkin Menyukai