menu-iconlogo
huatong
huatong
avatar

Borbaad Hoyechi Ami

Arindomhuatong
ranimachuatong
Lirik
Rekaman
আমাকে কে নে তোর গানে

আর মনের দুনিয়ায়

নে আমাকে অকারণে

তোর শব্দ শুনি আয়

আমাকে কে নে তোর গানে

আর মনের দুনিয়ায়

নে আমাকে অকারণে

তোর শব্দ শুনি আয়

এঁকেছি এক সূর্য দেখ

যার উষ্ণতা দারুন

আমাকে নে সে বারণে

আর তোর আবছায়ায়

বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়

চুরমার করে দে আরোও কিছু ইশারায়

আমাকে থাকতে দে

ডুবে থাকতে দে তোর নাম ধরে

আমাকে রাস্তা বল

কোনো আস্তানা, কোনো বন্দরের

বলে দে, বল আমায়

বলে দে, বল আমায়

গুমনামি ইচ্ছের মতো

বাসালি ভালো না কত!

ভালোবাসা দিচ্ছে দোহাই

আমাকে রোজ অবিরত

গুমনামি ইচ্ছের মতো

বাসালি ভালো না কত!

ভালোবাসা দিচ্ছে দোহাই

আমাকে রোজ অবিরত

বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়

চুরমার করে দে আরোও কিছু ইশারায়

আমাকে থাকতে দে

ডুবে থাকতে দে তোর নাম ধরে

আমাকে রাস্তা বল

কোনো আস্তানা, কোনো বন্দরের

বলে দে, বল আমায়

বলে দে, বল আমায়

তোকে দেখি শুনশান রাতে

জ্বলে আসা চিন্তা হঠাৎ এ

শান্ত অশান্ত সময়

তুই কেন থাকিসনা সাথে

তোকে দেখি শুনশান রাতে

জ্বলে আসা চিন্তা হঠাৎ এ

শান্ত অশান্ত সময়

তুই কেন থাকিসনা সাথে

বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়

চুরমার করে দে আরোও কিছু ইশারায়

আমাকে থাকতে দে

ডুবে থাকতে দে তোর নাম ধরে

আমাকে রাস্তা বল

কোনো আস্তানা, কোনো বন্দরের

বলে দে, বল আমায়

বলে দে, বল আমায়

Selengkapnya dari Arindom

Lihat semualogo

Kamu Mungkin Menyukai