আমি তো অনেকদিন আকাশের তারা গুনি না
আমি তো এখন আর আমাকে খুঁজে পাই না
আমি তো তোমাদের পথের কাঁটা হয়ে
আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকা দায়
এই ক′টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই না
এই ক'টা নিঃশ্বাস ফুরালে যাবো, বিশ্বাস হয় না
এই ক′টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই না
এই ক'টা নিঃশ্বাস ফুরালে যাবো, বিশ্বাস হয় না
কী যে মায়া লাগে আমার নিজের জন্য, আহারে
কী যে মায়া লাগে আমার নিজের জন্য, আহারে
কী যে মায়া লাগে আমার নিজের জন্য, আহারে
আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে
পাপের বন্ধনে থাকা সরল মানুষ
টগবগে রক্ত, বিপ্লবী নকশাল মন
দুয়োর বন্ধ ঘরে ফুরিয়ে গেছে
এই ক'টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই না
এই ক′টা নিঃশ্বাস ফুরালে যাবো, বিশ্বাস হয় না
এই ক′টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই না
এই ক'টা নিঃশ্বাস ফুরালে যাবো, বিশ্বাস হয় না
কী যে মায়া লাগে আমার নিজের জন্য, আহারে
কী যে মায়া লাগে আমার নিজের জন্য, আহারে
কী যে মায়া লাগে আমার নিজের জন্য, আহারে
কী যে মায়া লাগে আমার নিজের জন্য, আহারে