চোখেরি জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিনি তোমারি নামে
চোখেরি জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিনি তোমারি নামে
যেদিন এ চোখের জল শুকিয়ে যাবে
মনে রেখ সেদিন আমার মরণ হবে
চোখেরি জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিনি তোমারি নামে
ভুলে যদি যাও তুমি এই আমাকে
পারবে না ভুলে যেতে স্মৃতি গুলোকে
ও.........
ভুলে যদি যাও তুমি এই আমাকে
পারবে না ভুলে যেতে স্মৃতি গুলোকে
সবকিছু এখানে জানি পড়ে রবে
ধুকে ধুকে জীবনটাকে পাড়ি দিতে হবে
চোখেরি জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিনি তোমারি নামে
কষ্টরা জমা হয়ে কাঁদে দিন রাত্রি
নীরব রাতের সাথে আমি একা যাত্রী
ও......ও...
কষ্টরা জমা হয়ে কাঁদে দিন রাত্রি
নীরব রাতের সাথে আমি একা যাত্রী
আধার এখন আমার বড় ভালো লাগে
মনে হয় কে যেন পিছু থেকে ডাকে
চোখেরি জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিনি তোমারি নামে
চোখেরি জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিনি তোমারি নামে