menu-iconlogo
huatong
huatong
avatar

নীল নীল নীলাঞ্জনা । Nil Nil Nilanjona

Asif Akbarhuatong
renee_blandinhuatong
Lirik
Rekaman
নীল নীল নীলাঞ্জনা,

চোঁখ দুটো টানা টানা..

কপাঁলের টিঁপ,যেনো জোঁনাকির দ্বীপ

আমি প্রেমে পড়েছি তুমি করোনা মানা

নীল নীল নীলাঞ্জনা

চোঁখ দুটো টানা টানা

কপাঁলের টিপ, জেনো জোঁনাকির দ্বীপ

আমি প্রেমে পড়েছি তুমি করোনা মানা

এই ট্রাকটির একমাত্র মালিকানা

গানওয়ালা স্মুল কমিউনিটি র

কপি রি আপলোড করবেন না।

গানওয়ালা

আয়নায় মুখ দেখে,কেনো এতো চুপ

নিজেয় মুগ্ধ তুমি দেখে ঐরুপ

আয়নায় মুখ দেখে কেনো এতো চুপ

নিজেয় মুগ্ধো তুমি দেখে ঐরুপ

ঐ কপোঁলের তিল,যেনো করে ঝিলমিল

ঐ চুলের সুরভী মেলে হাওয়ায় ডানা

নীল নীল নিলাঞ্জনা

চোঁখ দূটো টানা টানা

কপাঁলের টিপ যেনো জোনাকির দ্বীপ

আমি প্রেমে পড়েছি তুমি করোনা মানা

গানওয়ালা স্মুল কমিউনিটি

অধোঁরে গোলাপ রাঙা, ফুটে আছে ফুল

মন চায় বারে বারে করি কিছু ভুল

একেবারে, নিলজ্যো

অধোঁরে গোলাপ রাঙা ফুটে আছে ফুল

মন চায় বারে বারে করি কিছু ভুল

ঐ রাঙা দুটি পায়, লাল লাল আলতায়

আহা শিল্পীর তুঁলিতে আঁকা আল্পনা

নীল নীল নীলাঞ্জনা

চোঁখ দুটো টানা টানা

কপাঁলের টিপ যেনো জোঁনাকির দ্বীপ

আমি প্রেমে পড়েছি তুমি করোনা মানা

নীল নীল নীলাঞ্জনা

চোঁখ দুটো টানা টানা

কপাঁলের টিপ যেনো জোঁনাকির দ্বীপ

আমি প্রেমে পড়েছি তুমি করোনা মানা

Selengkapnya dari Asif Akbar

Lihat semualogo

Kamu Mungkin Menyukai