menu-iconlogo
huatong
huatong
avatar

খোদার কাছে মোনাজাতে

Atif Ahmed Niloyhuatong
peggy.mayburyhuatong
Lirik
Rekaman

খোদার কাছে মোনাজাতে বলি বারে বার।

কেনো সে প্রাণো বন্ধু হইলোনা আমার।

খোদার কাছে মোনাজাতে বলি বারে বার।

কেনো সে প্রাণো বন্ধু হইলোনা আমার।

নইকি আমি তার যোগ্য নাকি আমার এমন ভাগ্য।

এতো ব্যথা সইতে আমি পারবোনাযে আর।

খোদার কাছে মোনাজাতে বলি বারে বার।

কেনো সে প্রানো বন্ধু হইলোনা আমার।

খোদার পরে মোনাজাতে বলি বারে বার।

কেনো সে প্রানো বন্ধু হইলোনা আমার।

মনের ঘরে যতন করে যারে দিলাম ঠাই।

কেমনে পাখি একলা রাখি গেলোরে কান্দায়।

ও ও মনের ঘরে যতন করে যারে দিলাম ঠাই।

কেমনে পাখি একলা রাখি গেলোরে কান্দাই।

বুকের ভিতর খা খা করে

তৃস্নায় আমি যাবো মরে।

আমার জন্য একটু ওকি হয়না মায়া তার।

খোদার কাছে মোনাজাতে বলি বারে বার।

কেনো সে প্রানো বন্ধু হইলোনা আমার।

খোদার কাছে মোনাজাতে বলি বারে বার।

কেনো সে প্রানো বন্ধু হইলোনা আমার

চোখের পাতা করছে ব্যথা শেষরে বুঝি পানি।

রক্ত গুলো টলোমলো ঝরবে এবার জানি।

চোখের পাতা করছে ব্যথা শেষরে বুঝি পানি।

রক্ত গুলো টলোমলো ঝরবে এবার জানি।

দুচোখ আমার অন্ধো হক বন্ধুর পাশে অন্য লোক

কেমন করে দেখবো আমি এমন অবিচার।

খোদার কাছে মোনাজাতে বলি বারে বার।

কেনো সে প্রানো বন্ধু হইলোনা আমার।

নইকি আমি তার যোগ্য নাকি আমার এমন ভাগ্য।

এতো যাথা সইতে আমি পারবোনা যে আর।

খোদার কাছে মোনাজাতে বলি বারে বার।

কেনো সে প্রানো বন্ধু হইলোনা আমার।

খোদার কাছে মোনাজাতে বলি বারে বার।

কেনো সে প্রানো বন্ধু হইলোনা আমার।

খোদার কাছে মোনাজাতে বলি বারে বার।

কেনো সে প্রানো বন্ধু হইলোনা আমার।

Selengkapnya dari Atif Ahmed Niloy

Lihat semualogo

Kamu Mungkin Menyukai

খোদার কাছে মোনাজাতে oleh Atif Ahmed Niloy - Lirik & Cover