গীতিকার ~ অভি রায় 
কণ্ঠদান ~ অয়ন সরকার 
সুরকার ~ পাপান-শুভেন্দু 
ভুল ছিল কি তোকে আমার এত ভালোবাসা 
এখন বুঝি দিয়ে ছিলিস মিথ্যে সবই আশা… 
ভুল ছিল কি তোকে আমার এত ভালোবাসা 
এখন বুঝি দিয়ে ছিলিস মিথ্যে সবই আশা 
যেই চোখেতেই স্বপ্ন ছিল সেই চোখেতে জল 
কেন ভালোবেসে বদলে গেলি বল 
কেন ভালোবেসে বদলে গেলি বল… 
আপলোডার ~ সুরজিৎ পাল 
অনুরোধ ~ শুচিতা (শান্তিনিকেতন) 
অনুসরণ ~ Singer_Surajit 
বল না কিসের অপরাধে করলি আমায় পর 
ভেঙ্গে দিলি যত্নে গড়া ভালোবাসার ঘর 
বল না কিসের অপরাধে করলি আমায় পর 
ভেঙ্গে দিলি যত্নে গড়া ভালোবাসার ঘর 
যেই চোখেতেই স্বপ্ন ছিল সেই চোখেতে জল 
কেন ভালোবেসে বদলে গেলি বল 
কেন ভালোবেসে বদলে গেলি বল… 
আপলোডার ~ সুরজিৎ পাল 
অনুরোধ ~ শুচিতা (শান্তিনিকেতন) 
অনুসরণ ~ Singer_Surajit 
দূরে যদি করবি কেন মায়া বাড়ালি 
জানি না কি সুখ পেয়ে তুই আমায় হারালি 
দূরে যদি করবি কেন মায়া বাড়ালি 
জানি না কি সুখ পেয়ে তুই আমায় হারালি 
যেই চোখেতেই স্বপ্ন ছিল সেই চোখেতে জল 
কেন ভালোবেসে বদলে গেলি বল 
কেন ভালোবেসে বদলে গেলি বল 
কেন ভালোবেসে বদলে গেলি বল…