menu-iconlogo
huatong
huatong
avatar

Bus Sohokari

BAGDHARAhuatong
mrgrtlopez60huatong
Lirik
Rekaman
কুয়াশার চাদরে ঢাকা এই শহরে

দেখলাম তোমাকে রাস্তার মোড়েতে

ভেজা ভেজা ঘাসেতে জমে থাকা শিশিরে

তোমার ছাপ ফেলছো শিল্পীর তুলিতে

কাঁপা-কাঁপা গলাতে ডাকবো যে তোমাকে

কেন চোখ মেলে তুমি দেখলেনা আমাকে

জানালার কাঁচ দিয়ে দেখছি তোমাকে

বাসটাও কেমন যেন আছে দাঁড়িয়ে

আমি বাসেতে একা

আধো-ঘুমেতে বাঁকা

কল্পনায় কাকে দেখি

তুমি নাকি বাস-সহকারী

গোলাপের দোকানে, শাহবাগ মোড়েতে

দেখলাম তোমাকে আছো যে সেখানে

আমিও যাচ্ছি তোমার পেছনে

জানি না কপালে কোন যে শনি আছে

ডাকলাম তোমাকে নামটাও জানিনা যে

কি নাম তাও তা বলোনি যে আগে

ফিরে তাকালে হাতটাও দিলে তুলে

এই দৌড়ে পালাবো শু-টাই খুলে ফেলে

আমি বাসেতে একা

আধো-ঘুমেতে বাঁকা

কল্পনায় কাকে দেখি

তুমি নাকি বাস-সহকারী

আমি বাসেতে একা

আধো-ঘুমেতে বাঁকা

কল্পনায় কাকে দেখি

তুমি নাকি বাস-সহকারী

Selengkapnya dari BAGDHARA

Lihat semualogo

Kamu Mungkin Menyukai