menu-iconlogo
huatong
huatong
avatar

ও বন্ধুরে কথা দাও যাবেনা ভুলে

Bangla Movie Song o bondhu re kothahuatong
ng_natashahuatong
Lirik
Rekaman
মেয়ে: ও বন্ধুরে কথা দাও যাবেনা ভুলে

ও বন্ধুরে কথা দাও যাবেনা ভুলে

এ জীবনে এসেছ, প্রেম দিয়ে বেধেছো

সে বাঁধন যেওনা খুলে

কথা দাও যাবেনা ভুলে

ছেলে : ও বন্ধুরে কথা দাও যাবেনা ভুলে

এ জীবনে এসেছ, প্রেম দিয়ে বেধেছো

সে বাঁধন যেওনা খুলে

কথা দাও যাবেনা ভুলে

S S G

ছেলে: তুমি যদি থাকো কাছে

মনে হয়না মরণ আছে

এমন করে ভালোবেসে চিরদিনই রবো বেঁচে

মেয়ে: তুমি যদি থাকো কাছে

মনে হয়না মরণ আছে

এমন করে ভালোবেসে চিরদিনই রবো বেঁচে

ছেলে: এ হৃদয় এসেছ, সুখ তুমি দিয়েছো

সে হৃদয় যেওনা ফেলে

কথা দাও যাবেনা ভুলে

মেয়ে: ও বন্ধুরে কথা দাও যাবেনা ভুলে

ছেলে: ও বন্ধুরে কথা দাও যাবেনা ভুলে

S S G

মেয়ে: দুটি হাত যদি ধরো

বিশ্বাস বারে আরো

মনে হয় তুমি আমার নও তুমি আর কারো

ছেলে: দুটি হাত যদি ধরো

বিশ্বাস বারে আরো

মনে হয় তুমি আমার নও তুমি আর কারো

মেয়ে: এ নয়নে রয়েছ,

দ্বীপ জ্বেলে দিয়েছো

সে নয়ন ভরনা জলে

কথা দাও যাবেনা ভুলে

ছেলে: ও বন্ধুরে কথা দাও যাবেনা ভুলে

মেয়ে: ও বন্ধুরে কথা দাও যাবেনা ভুলে

ছেলে: এ জীবনে এসেছ, প্রেম দিয়ে বেধেছো

সে বাঁধন যেওনা খুলে

মেয়ে: কথা দাও যাবেনা ভুলে

ছেলে মেয়ে: কথা দাও যাবেনা ভুলে

কথা দাও যাবেনা ভুলে

ধন্যবাদ সবাইকে

Kamu Mungkin Menyukai