menu-iconlogo
logo

Bappa Mazumder Mashup 2020 - DJ Rahat

logo
avatar
Bappa Mazumderlogo
⭐️forhad99⭐️BDSS⭐️logo
Nyanyi di Aplikasi
Lirik
#forhad99

দিন বাড়ি যায়

চড়ে পাখির ডানায়

যদি না হয় কথা

জমে নিরবতা

তুমি চোখে রাখো চোখ

চোখে চোখে কথা হোক

যেতে পথে আজ এইটুক বলি

যত দূরে যাই জানিনা তো কবে

জেনে রেখো শুধু ফের দেখা হবে

যত দূরে যাই জানিনা তো কবে

জেনে রেখো শুধু ফের দেখা হবে

#forhad99

আজ তোমার মন খারাপ মেয়ে

তুমি আনমনে বসে আছো

আকাশ পানে দৃষ্টি উদাস

আমি তোমার জন্য এনে দেবো

মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া

সে হাওয়ায় ভেসে যাবে তুমি

সে হাওয়ায় ভেসে যাবে তুমি

#forhad99

তুমি আমার বায়ান্ন তাস শেষ দানেও আছি

তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি

সম্ভাবনার এপিঠ-ওপিঠ শেষ মুদ্রায় রাজী

কার ঘরে যায় করতালি পুড়ছে আলোর বাজি

তুমি আমার বায়ান্ন তাস শেষ দানেও আছি

তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি

#forhad99

Bappa Mazumder Mashup 2020 - DJ Rahat oleh Bappa Mazumder - Lirik & Cover