(ছেলে) তুমি আমার নয়ন গো
যে নয়নে দেখি গো,
(মেয়ে) আমি সে নয়নের মনি
স্বপ্ন নিয়ে থাকি,
(ছেলে) তুমি আমার জীবন গো
যে জিবনে বাঁচি গো
(মেয়ে) আমি সে জিবনের হৃদয়
তোমার মাজেই আছি,
(ছেলে) নয়ন
(মেয়ে) মনি
(ছেলে) নয়ন
(মেয়ে) মনি
(ছেলে) তুমি আমার নয়ন গো
যে নয়নে দেখি গো,
(মেয়ে) আমি সে নয়নের মনি
স্বপ্ন নিয়ে থাকি,
(ছেলে) নয়ন
(মেয়ে) মনি
(ছেলে) নয়ন
(মেয়ে) মনি
(রায়হান)
(ছেলে) গানে তোমায় ভেদেছি
সুর দিয়ে সেজেছি,
গানে তোমায় ভেদেছি
সুর দিয়ে সেজেছি ও ও
(মেয়ে) তোমায় কাছে পেয়েছি
তোমারই গান গেয়েছি
(ছেলে) ভালোবাসি এ কথাটা
নয়কো আমার ফাকি গো ,
তুমি আমার নয়ন গো
যে নয়নে দেখি গো,
(মেয়ে) আমি সে নয়নের মনি
স্বপ্ন নিয়ে থাকি,
(ছেলে) নয়ন
(মেয়ে) মনি
(ছেলে) নয়ন
(মেয়ে) মনি,
(রায়হান)
(মেয়ে)সুখের স্রতে ভেসেছি
তোমার কুলে এসেছি,
সুখের স্রতে ভেসেছি
তোমার কুলে এসে্
(ছেলে) তোমায় আপন করেছি
মন দিয়ে মন ভরেছি
(মেয়ে)অনূরাগে এই ছবি
তাইতো আমি আকি গো,
(ছেলে) তুমি আমার নয়ন গো
যে নয়নে দেখি গো,
(মেয়ে) আমি সে নয়নের মনি
স্বপ্ন নিয়ে থাকি,
(ছেলে) তুমি আমার জীবন গো
যে জিবনে বাঁচি গো,
(মেয়ে) আমি সে জিবনের হৃদয়
তোমার মাজেই আছি,
(ছেলে) নয়ন
(মেয়ে) মনি
(ছেলে) নয়ন
(মেয়ে) মনি,