menu-iconlogo
huatong
huatong
barenya-saha-ei-mon-tomake-dilam-cover-image

Ei Mon Tomake Dilam

Barenya Sahahuatong
forhad99huatong
Lirik
Rekaman
বকুলের মালা শুকাবে

রেখে দেব তার সুরভী

দিন গিয়ে রাতে লুকাবে

মুছো নাকো আমারই ছবি

আমি মিনতি করে গেলাম

তুমি চোখের আড়াল হও

কাছে কিবা দূরে রও

মনে রেখো আমিও ছিলাম

এই মন তোমাকে দিলাম

এই প্রেম তোমাকে দিলাম

ভালোবেসে আমি বার বার

তোমারি ও মনে হারাবো

এই জীবনে আমি যে তোমার

মরণেও তোমারই হব

তুমি ভুলো না আমারই নাম

তুমি চোখের আড়াল হও

কাছে কিবা দূরে রও

মনে রেখো আমিও ছিলাম

এই মন তোমাকে দিলাম

এই প্রেম তোমাকে দিলাম

Selengkapnya dari Barenya Saha

Lihat semualogo

Kamu Mungkin Menyukai