দূরে কোথাও আছি বসে
Asab Uddin Asa
দূরে কোথাও আছি বসে
হাত দুটু দাও বাড়িয়ে
বিরহ ছুতে চায় মনের দোয়ার
দু চোখ নিরবাক আসোনা ছুটে
তুমি এলে রংধনু রং ডেলে দেয়
তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝড়ায়
এই মনের আহলাধ আসনা ছুটে
দূরে কোথাও আছি বসে
হাত দুটু দাও বারিয়ে
বিরহ ছুতে চায় মনের দোয়ার
দু চোখ নিরবাক আসোনা ছুটে
অনুরাগে ঝরে চাঁদ ও আজ
এ লগনে ও এলেনা
অনুভাব নিসচুপ আজ
কথা যে বলে না
ভালো যদি বাসো, তুমি আমাকে
ছুটে চলে আসো না...
দূরে কোথাও আছি বসে
হাত দুটু দাও বাড়িয়ে
বিরহ ছুতে চায় মনের দোয়ার
দু চোখ নিরবাক আসোনা ছুটে
নিলা চাঁদ নিরমল হাওয়া...
এ লগনেও এলেনা ...
অচেতন থাকে..মন
নিস প্রন যতো ভাবনা...
ভালো যদি বাসো তুমি আমাকে
ছুটে চলে আসো না ...
দূরে কোথাও আছি বসে
হাত দুটু দাও বাড়িয়ে
বিরহ ছুতে চায় মনের দোয়ার
দু চোখ নিরবাক আসোনা ছুটে
তুমি এলে রংধনু রং ডেলে দেয়
তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝড়ায়
এই মনের আহলাধ আসনা ছুটে
দূরে কোথাও আছি বসে
হাত দুটু দাও বারিয়ে
বিরহ ছুতে চায় মনের দোয়ার
দু চোখ নিরবাক আসোনা ছুটে
Thanks all