menu-iconlogo
huatong
huatong
avatar

ভাব আছে যার গায়

Baul Sukumarhuatong
nan87_huatong
Lirik
Rekaman
মক্কা কি মদিনা খুঁজিলেই পাবে না •

খুঁজিয়া দেখো আপন দিলেতে

দেখলে ছবি পাগল হবি

কোন নিষেধ মানবে না রে •

ভাবেরি ঘরে আলেক শহরে •

আল্লাহ রাসুল বিরাজ করে রে •

ভাব আছে যার গায়

দেখলে তারে চেনা যায়

ভাব আছে যার গায়

দেখলে তারে চেনা যায়

সর্ব অঙ্গ তার পোড়া রে

ভাবেরি ঘরে আলেক শহরে

আল্লাহ রাসুল বিরাজ করে রে

ভাবেরি ঘরে আলেক শহরে

আল্লাহ রাসুল বিরাজ করে রে

মক্কা কি মদিনায় খুঁজলেই মিলেনা

খুঁজিয়া দেখো আপন দিলেতে •

মক্কা কি মদিনায় খুঁজলেই মিলেনা

খুঁজিয়া দেখো আপন দিলেতে

দেখিলেই ছবি পগলো হবি

দেখলেই ছবি পাগলো হবি

কোন নিষেধ মানবে না রে

ভাবেরই ঘরে আলেক শহরে

আল্লাহ রাসুল বিরাজ করে রে

ভাবেরই ঘরে আলেক শহরে

আল্লাহ রাসুল বিরাজ করে রে

আমার আমার ছাড়ো

দমের জিকির করো

পাইলেও পাইতে পারো মাওলারে

আমার আমার ছাড়ো

দমের জিকির করো

পাইলেও পাইতে পারো মাওলারে

মুর্শিদ রুপে নয়ন দিয়াছে যে জন

গুরু রুপে নয়ন দিয়াছে যে জন

তার মরণের ভয় কি আছে রে

ভাবেরই ঘরে আলেক শহরে

আল্লাহ রাসুল বিরাজ করে রে

ভাবেরই ঘরে আলেক শহরে

আল্লাহ রাসুল বিরাজ করে রে

ভাব আছে যার গায়

দেখলে তারে চেনা যায়

ভাব আছে যার গায়

দেখলে তারে চেনা যায়

সর্ব অঙ্গ তার পোড়া রে

ভাবেরই ঘরে আলেক শহরে

আল্লাহ রাসুল বিরাজ করে রে

ভাবেরই ঘরে আলেক শহরে

আল্লাহ রাসুল বিরাজ করে রে

Selengkapnya dari Baul Sukumar

Lihat semualogo

Kamu Mungkin Menyukai