menu-iconlogo
huatong
huatong
baul-sukumar-keno-holo-dekare-cover-image

Keno Holo Dekare

Baul Sukumarhuatong
Newaz__ASBhuatong
Lirik
Rekaman
যারে আমি একেবারে…হারাইলাম

-

আমার এই জীবনে…এ.এ

-

যারে আমি একেবারে হারাইলাম

কেন হলো দেখা রে…তোমারে দেখলাম

-

কেন হলো দেখা রে…তোমারে দেখলাম

যারে আমি একেবারে হারাইলাম

এই জীবনে…এ.এ

যারে আমি একেবারে হারাইলাম

একটু অপেক্ষা করুন

কোন মুখে দাঁড়াইয়া বলবো মনের কথা

কথা শুনলে যদি তুমি পাও গো ব্যথা

একটু অপেক্ষা করুন

কোন মুখে দাঁড়াইয়া বলবো মনের কথা

কথা শুনলে যদি তুমি পাও গো ব্যথা

নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম

-

নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম

যারে আমি একেবারে হারাইলাম

এই জীবনে…এ.এ

যারে আমি একেবারে হারাইলাম

একটু অপেক্ষা করুন

নিভা ছিল মনের আগুন জালাইয়া দিলা

এক পলকের দেখা দিয়া কোথায় লুকাইলা

-

নিভা ছিল মনের আগুন জালাইয়া দিলা

এক পলকের দেখা দিয়া কোথায় লুকাইলা

দুঃখে যাদের জীবন গড়া দুঃখু মিয়া নাম

-

দুঃখে যাদের জীবন গড়া দুঃখুমিয়া নাম

যারে আমি একেবারে হারাইলাম

এই জীবনে…এ.এ

যারে আমি একেবারে হারাইলাম

একটু অপেক্ষা করুন

তোমায় দেখে মনে হলো বাচিয়া থাকবো

কাছে তোমায় নাইবা পেলাম দূর হতে দেখব

-

তোমায় দেখে মনে হলো বাচিয়া থাকবো

কাছে তোমায় নাইবা পেলাম দূর হতে দেখব

তোমারে খুঁজিয়া বেড়াই পাগল এ সালাম

-

তোমারে খুঁজিয়া বেড়াই পাগল এ সালাম…

যারে আমি একেবারে হারাইলাম

এই জীবনে…এ.এ

যারে আমি একেবারে হারাইলাম

কেন হলো দেখা রে…তোমারে দেখলাম আমি

-

কেন হলো দেখা রে…তোমারে দেখলাম

যারে আমি একেবারে হারাইলাম

এই জীবনে…এ.এ

যারে আমি একেবারে হারাইলাম

এই জীবনে…এ.এ

যারে আমি একেবারে হারাইলাম

সমাপ্ত

Selengkapnya dari Baul Sukumar

Lihat semualogo

Kamu Mungkin Menyukai