menu-iconlogo
huatong
huatong
bay-of-bengal-shopnoghum-cover-image

Shopnoghum

Bay of Bengalhuatong
PsychE..✨💎✨huatong
Lirik
Rekaman
স্বপ্ন ঘুম

বে অফ বেংগল

রয়ে যাবে অনেক স্বপ্নঘুম

জমবে না আর বোঝাপড়া

ফিরবে ঘরে একলা মন

গোপনের নিঝুম বৃষ্টি ঝরা

বহুদূর পেরিয়ে চলে যাই, স্মৃতি হাতড়াই

তুমি নাই কতদূর..

আর কতদূর সে পথ চলে গেছে অজানায়

বদলে কি গেছে তোমার আমার ঠিকানাটাই

ও.. ঠিকানাটাই

আমার মনের শেষটা যায় না দেখা

তোমাকেও হয়নি পুরোটা লেখা

বলে যায়, দু'চোখ শোনে না

শুধু চোখের দেখাটাই..

বহুদূর পেরিয়ে চলে যাই, স্মৃতি হাতড়াই

তুমি নাই কতদূর..

আর কতদূর সে পথ চলে গেছে অজানায়

বদলে কি গেছে তোমার আমার ঠিকানাটাই

ও.. ঠিকানাটাই

ভেবে তোমায় ঝরে যদি নোনাজল

ডুবে যাই গভীরে স্মৃতির অতল

থেমে যাই, এই পথ পুরনো

ফিরে পাই, বুজে চোখ আর তাই..

বহুদূর পেরিয়ে চলে যাই, স্মৃতি হাতড়াই

তুমি নাই কতদূর..

আর কতদূর সে পথ চলে গেছে অজানায়

বদলে কি গেছে তোমার আমার ঠিকানাটাই

ও.. ঠিকানাটাই

Selengkapnya dari Bay of Bengal

Lihat semualogo

Kamu Mungkin Menyukai