menu-iconlogo
huatong
huatong
avatar

Faguner Mohonay

Bhoomihuatong
rxj22huatong
Lirik
Rekaman
ফাগুনের মোহনায়

ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়

রঙ্গীন এ বিহুর নেশা

কোন আকাশে নিয়ে যায়

ফাগুনের মোহনায়

ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়

রঙ্গীন এ বিহুর নেশা

কোন আকাশে নিয়ে যায়

ফাগুনের মোহনায়

ও মোর মন হারিয়ে যায়,

মোর মন হারিয়ে যায়,

কন্যেরে তোর ভাবনা ঝিলমিলিয়ে

যায়রে, ঝিলমিলিয়ে যায়

ও মোর মন হারিয়ে যায়,

মোর মন হারিয়ে যায়,

কন্যেরে তোর ভাবনা ঝিলমিলিয়ে

যায়রে, ঝিলমিলিয়ে যায়

কোন অচেনা দেশের তরে

তোর সাথে এই তেপান্তরে

মোর মনের প্রজাপতি নাচি নাচি

ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায়

মন হারানোর ঠিকানায় ।।

ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়

রঙ্গীন এ বিহুর নেশা

কোন আকাশে নিয়ে যায়

ফাগুনের মোহনায়

প্রেম রাঙ্গা মোর কবিতা সূরের অন্তরে

ঝির ঝিরি ঝর্না ধারায় নতুন রঙ ঝরে

প্রেম রাঙ্গা মোর কবিতা সূরের অন্তরে

ঝির ঝিরি ঝর্না ধারায় নতুন রঙ ঝরে

সবুজ সবুজে হৃদয় কেমন করে

সবুজ সবুজে হৃদয় কেমন করে

ও মোর দিন উড়িয়া যায়রে, দিন উড়িয়া যায়

কন্যেরে তোর ভাবনা গুনগুনিয়ে

যায়রে, গুনগুনিয়ে যায়

ও মোর

দিন উড়িয়া যায়রে, দিন উড়িয়া যায়

কন্যেরে তোর ভাবনা গুনগুনিয়ে

যায়রে, গুনগুনিয়ে যায়

তোর স্বপ্নের ভ্রমরি,

মোর প্রেমেরই প্রহরী

তোর স্বপ্নের ভ্রমরি, মোর প্রেমেরই প্রহরী

হৃদয়ের ও বাগিচাই নাচি নাচি

ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায়

মন হারানোর ঠিকানায় ।।

ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়

রঙ্গীন এ বিহুর নেশা

কোন আকাশে নিয়ে যায়

ফাগুনের মোহনায়

ফাগুনের মোহনায়

ফাগুনের মোহনায়

ফাগুনের মোহনায়

ফাগুনের মোহনায়

ফাগুনের মোহনায়

Selengkapnya dari Bhoomi

Lihat semualogo

Kamu Mungkin Menyukai