নতুন শাড়ি গয়না গায়
আলতা রাঙ্গা ও তার পায়
আজ তাহার গায়ে হলুদ কাল বিয়ে
বন্ধু যায় যেন আমার বুকের পথ দিয়ে
নতুন শাড়ি গয়না গায়
আলতা রাঙ্গা ও তার পায়
আজ তাহার গায়ে হলুদ কাল বিয়ে
বন্ধু যায় যেন আমার বুকের পথ দিয়ে
বন্ধুর বাড়ি আলোয় আলোয় যার বাতিতে ভরা
আমার চোখে ছুটে কান্নার জলের ও ফোয়ারা
বন্ধুর বাড়ি আলোয় আলোয় যার বাতিতে ভরা
আমার চোখে ছুটে কান্নার জলের ও ফোয়ারা
ওরে তোমরা যাও বোঝাও
আমার জানের কিরা দাও
ওরে তোমরা যাও বোঝাও
আমার জানের কিরা দাও
বাঁচবো নাতো একলা এ জীবন নিয়ে
বন্ধু যায় যেন আমার বুকের পথ দিয়ে .
নতুন শাড়ি গয়না গায়
আলতা রাঙ্গা ও তার পায়
আজ তাহার গায়ে হলুদ কাল বিয়ে
বন্ধু যায় যেন আমার বুকের পথ দিয়ে
ভুলাইয়ে দিলো কে তারে স্মৃতি ছিল যত
নতুন মানুষ বাসবে কি ভালো আমার মত
ভুলাইয়ে দিলো কে তারে স্মৃতি ছিল যত
নতুন মানুষ বাসবে কি ভালো আমার মত
ওরে তোমরা যাও বোঝাও
আমার জানের কিরা দাও
ওরে তোমরা যাও বোঝাও
আমার জানের কিরা দাও
বাঁচবো নাতো একলা এ জীবন নিয়ে
ও বন্ধু যায় যেন আমার বুকের পথ দিয়ে .
নতুন শাড়ি গয়না গায়
আলতা রাঙ্গা ও তার পায়
আজ তাহার গায়ে হলুদ কাল বিয়ে
বন্ধু যায় যেন আমার বুকের পথ দিয়ে
নতুন শাড়ি গয়না গায়
আলতা রাঙ্গা ও তার পায়
আজ তাহার গায়ে হলুদ কাল বিয়ে
বন্ধু যায় যেন আমার বুকের পথ দিয়ে
বন্ধু যায় যেন আমার বুকের পথ দিয়ে
বন্ধু যায় যেন আমার বুকের পথ দিয়ে
বন্ধু যায় যেন আমার বুকের পথ দিয়ে
----------------------------------------------
====DONNOBAD====