menu-iconlogo
huatong
huatong
avatar

Mayabee (মায়াবী) - Blue Touch By N🖤L

Blue touchhuatong
♡๛𝓡𝓸𝓱𝓪𝓷-ᴴᵉᵃʳᵗ࿐huatong
Lirik
Rekaman
আজও চোখের কোণে

জমে আছে লোনা জল

আজও কপালে জড়িয়ে আছে

তোমার চুম্বন

আজও চোখের কোণে

জমে আছে লোনা জল

আজও কপালে জড়িয়ে আছে

তোমার চুম্বন

যদি তুমি চাও

ফিরিয়ে নিতে পারো সব

যদি তুমি চাও

ফিরিয়ে নিতে পারো সব

মায়াবী

আমায় আর কোনো জোছনা ডাকেনি

মায়াবী

কোটি বছর তোমায় দেখিনি

মায়াবী

আমায় আর কোনো জোছনা ডাকেনি

মায়াবী

কোটি বছর তোমায় দেখিনি

জমে থাকা অনুভূতিরা আজও

কাঁদছে বরষা হয়ে

এপিটাফে রাজকন্যা তুমি

আমি পরাজিত প্রহরী

ঝিঁঝিঁদের গানে ডাকছে না আমাকে

ঝিঁঝিঁদের গানে ডাকছে না আমাকে

জেগে আছি আমি

জানি না, জানি না কিসের অপেক্ষায়

মায়াবী

আমায় আর কোনো জোছনা ডাকেনি

মায়াবী

কোটি বছর তোমায় দেখিনি

মায়াবী

আমায় আর কোনো জোছনা ডাকেনি

মায়াবী

কোটি বছর তোমায় দেখিনি

যা দিয়েছি

তার সবই আজ ফিরিয়ে নিলে?

নিয়ে যাও

আমাকে কিছুই ডাকছে না এখন

আমি মিশে যাই মায়া নামক এক ক্ষতের গভীরে

ডুবে যাই অতীতের ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষাধিক ভুলের মায়ায়

ভুলের মায়ায়

Selengkapnya dari Blue touch

Lihat semualogo

Kamu Mungkin Menyukai

Mayabee (মায়াবী) - Blue Touch By N🖤L oleh Blue touch - Lirik & Cover