menu-iconlogo
huatong
huatong
charpoka-band-tare-ami-chuye-dekhini-cover-image

Tare Ami Chuye Dekhini

CHARPOKA BANDhuatong
🖤▂▂ALI▂▂🖤huatong
Lirik
Rekaman
তারে আমি ছুয়ে দেখিনিইইইই,

তবুও কেন এতো অনুভ...ব

তারে আমি কিছুই দেইনিইইই,

তবু কেন সে ই আমার স...ব

তারে আমি খুজেই পাইনিইইইইইই,

তবু কেন হারিয়ে ফেলার ভ...য়

তারে আমি বাস্তবেতে খুজিইইইই,

সে কেন কল্পনাতে রয়....

কি যে নীল ব্যাথা......,

বয়ে চলি আজ...ও

লাল রঙেতে সেজেএ এ এ এ,

তুমি কার ঘরেতে আজও

স্বপ্নহীন এ রাতওও ও ও ও

তোর টিপ এ শেষ হয়

আমি কাগজহীন ডাইরীতেএ এ এ এ,

শুধু তারেই একে যাইইইই

আ..... আ..... আ..... আ....

আ..... আ..... আ.... আ....

হা... ... আ......

আ..... আ..... আ..... আ....

তারে আমি গল্পের মাঝে খুজিইইইইই

সে কেন কবিতা হয়ে রয়...

তারে আমি অবাক চোখে দেখিইইইই,

তবু কেন অন্য কারো হয়...

কি দোষে যে পাপী...ই ই ই ই

হবো আমি আ...জ,

একা থাকার মাঝে......ও

ভীরের বসবা......স

তারে আমি ছুয়ে দেখিনিইইইইই

তবু কেন এতো অনুভ...ব,

তারে আমি কিছুই দেইনিইইইইই,

তবু কেন সেই আমার স...ব

হুম......... আ......হা......

হে...এ...... আ......হা......

Selengkapnya dari CHARPOKA BAND

Lihat semualogo

Kamu Mungkin Menyukai