menu-iconlogo
huatong
huatong
cover-by-riyasyl-tumi-amar-amoni-ekjon-cover-image

`tumi_amar_amoni ekjon

Cover by:-Riya/Sylhuatong
⭐⃟⛔𝐑𝐀𝐉𝐔❥🅡𝐒𝐘𝐋🇧🇩࿐huatong
Lirik
Rekaman
Tumi Amar Emoni Ekjon

Singer:-Kanak Chapa..

মেয়ে: তুমি আমার এমনই একজন

যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন

এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা,

এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা

একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ

ছেলে: তুমি আমার এমনই একজন

যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন......।

মেয়ে: ভালোবাসার সাগর তুমি,,

ভালোবাসার সাগর তুমি, বুকে অথৈ জল

তবু পিপাসাতে আঁখি,,

তবু পিপাসাতে আঁখি হয় রে ছলোছল

হয় রে ছলোছল

ছেলে: তোমার মিলনে বুঝি গো জীবন, বিরহে মরণ

বিরহে মরণ, বিরহে মরণ

বিরহে মরণ

মেয়ে: তুমি আমার এমনই একজন

যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন....।

ছেলে: প্রাণের প্রদীপ হয়ে তুমি,,

প্রাণের প্রদীপ হয়ে তুমি জ্বলছো নিশিদিন

কোন মোহরে শোধ হবে গো,,

কোন মোহরে শোধ হবে গো এত বড় ঋণ

এত বড় ঋণ

মেয়ে: আমার ভালোবাসার ফুলে তোমার ভরাবো চরণ

ভরাবো চরণ

ছেলে: তুমি আমার এমনই একজন

যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন

মেয়ে: এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা

ছেলে: এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা

একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ,

মেয়ে: তুমি আমার এমনই একজন

যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন

.............

..............

..............

Upldr:-Raju,syl

Kamu Mungkin Menyukai