menu-iconlogo
huatong
huatong
avatar

লাল টুক টুক শাড়ি পড়া মাইয়া

DBDShuatong
⫸Nirov⫷🌺𝒟🅑🅓S̸🦂huatong
Lirik
Rekaman
ওই লাল টুক-টুক শাড়ি পড়া মাইয়া,

আমার মন প্রাণ সবি নিসে কাইরা,

আমার ভালবাসার ময়না পাখি টিয়া

তোমায় ভালবাইসা করমু আমি বিয়া।

তোমার মুখের হাসি বড় ভালবাসি

সেই হাসি হইলো আমার গলায় ফাঁসি,

তোমার মুখের হাসি বড় ভালবাসি

সেই হাসি হইলো আমার গলায় ফাঁসি।

ওই লাল টুক-টুক শাড়ি পড়া মাইয়া

আমার মন প্রাণ সবি নিসে কাইরা,

আমার ভালবাসার ময়না পাখি টিয়া

তোমায় ভালবাইসা করমু আমি বিয়া।

আলতা দিমু, টিকলি দিমু , দিমু কানের দুল,

ভালবাইসা আদর কইরা দিমু গোলাপ ফুল,

আরে শাড়ি দিমু, চুরি দিমু, দিমু গলার হাড়

দু'জন মিলে ঘুরতে জামু কক্স-বাজার,

ওই লাল টুক-টুক শাড়ি পড়া মাইয়া

আমার মন প্রাণ সবি নিসে কাইরা,

আমার ভালবাসার ময়না পাখি টিয়া

তোমায় ভালবাইসা করমু আমি বিয়া।

খামু-দামু, ঘুরমু-ফিরমু তুল্মু আরো ফুটো

সেই ফুটো তুইলা দিব নিরভ নামের মুডু

আরে খাইয়া দাইয়া, ঘুইরা-ফিইরা চইলা আইমু বাড়ি

সেদিন থেইকা মাইয়ার মুখটা ভুলতে নাহি পারি,

ওই লাল টুক-টুক শাড়ি পড়া মাইয়া

আমার মন প্রাণ সবি নিসে কাইরা,

আমার ভালবাসার ময়না পাখি টিয়া

তোমায় ভালবাইসা করমু আমি বিয়া।

তোমার মুখের হাসি বড় ভালবাসি

সেই হাসি হইলো আমার গলায় ফাঁসি,

তোমার মুখের হাসি বড় ভালবাসি

সেই হাসি হইলো আমার গলায় ফাঁসি।

ওই লাল টুক-টুক শাড়ি পড়া মাইয়া

আমার মন প্রাণ সবি নিসে কাইরা,

আমার ভালবাসার ময়না পাখি টিয়া

তোমায় ভালবাইসা করমু আমি বিয়া।

লা লার লা লা লা লার লা লা

লা লার লা লা লা লার লা লা,

লা লার লা লা লা লার লা লা

লা লার লা লা লা লার লা লা

Selengkapnya dari DBDS

Lihat semualogo

Kamu Mungkin Menyukai