menu-iconlogo
logo

Ei Brishti Chuey Dekho

logo
Lirik
Title : Brishti Chuey Dekho

Singer : Faisal Ahmed & Nishita Barua

Lyric : Iftekhar Shuja

Tune : S.A Shaon

Music : Partha Majumder

Album : Shopno Chowa

Upload By : Mohasin Reza

এই বৃষ্টি ছুয়ে দেখো, দু হাত বাড়িয়ে

ভেবোনা দূরে আছি, চেয়ে দেখো নীল চোখে

এই বৃষ্টি ছুয়ে দেখো, দু হাত বাড়িয়ে

ভেবোনা দূরে আছি, চেয়ে দেখো নীল চোখে

ওই মনের আকাশ হয়ে, থাকবো জীবন জুড়ে

পূর্নিমার আলো ছায়ায়, সাজাবো তোমাকে

এই বৃষ্টি ছুয়ে দেখো, দু হাত বাড়িয়ে

ভেবোনা দূরে আছি, চেয়ে দেখো নীল চোখে

Lyric : Iftekhar Shuja

আজ মন ছুয়েছে, তোমারি মায়াতে

যেওনা দূরে, মায়াবী যাদুতে

আজ মন ছুয়েছে, তোমারি মায়াতে..

যেওনা দূরে, মায়াবী যাদুতে

ওই মনের আকাশ হয়ে, থাকবো জীবন জুড়ে

পূর্নিমার আলো ছায়ায়, সাজাবো তোমাকে..

এই বৃষ্টি ছুয়ে দেখো, দু হাত বাড়িয়ে

ভেবোনা দূরে আছি, চেয়ে দেখো নীল চোখে

Lyric : Iftekhar Shuja

স্বপ্নরা প্রেমে মিশে, হৃদয়েরই প্রানে

কাছে রাখো আমায়, আপন করে

স্বপ্নরা প্রেমে মিশে, হৃদয়েরই প্রানে

কাছে রাখো আমায়, আপন করে

ওই মনের আকাশ হয়ে, থাকবো জীবন জুড়ে

পূর্নিমার আলো ছায়ায়, সাজাবো তোমাকে..

এই বৃষ্টি ছুয়ে দেখো, দু হাত বাড়িয়ে

ভেবোনা দূরে আছি, চেয়ে দেখো নীল চোখে

Thank You