menu-iconlogo
huatong
huatong
avatar

Ei Je duniya Kisero Lagiya-Bada

Ferdous Wahidhuatong
Badal♫🅁🄱🄵🦋huatong
Lirik
Rekaman
এই যে দুনিয়া কিসের লাগিয়া

এত যত্নে গড়াইয়াছেন সাঁই...

এই যে দুনিয়া কিসের লাগিয়া

এত যত্নে গড়াইয়াছেন সাঁই....

এই যে দুনিয়া।

ছায়াবাজী পুতুল রূপে বানাইয়া মানুষ

যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ

ছায়াবাজী পুতুল রূপে বানাইয়া মানুষ

যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ

যেমনি নাচাও তেমনি নাচি

যেমনি নাচাও তেমনি নাচি

তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ

তুমি খাওয়াইলে আমি খাই....

এই যে দুনিয়া।

তুমি বেস্ত তুমি দোজখ তুমি ভাল মন্দ

তুমি ফল তুমি ফুল তুমি তাতে গন্ধ

তুমি বেস্ত তুমি দোজখ তুমি ভাল মন্দ

তুমি ফল তুমি ফুল তুমি তাতে গন্ধ

আমার মনে এই আনন্দ

আমার মনে এই আনন্দ

কেবল আল্লাহ, তোমায় চাই আমি কেবল আল্লাহ্

তোমায় চাই,এই যে দুনিয়া।

হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর

সর্প হইয়া দংশন কর ওঝা হইয়া ঝাড়

হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর

সর্প হইয়া দংশন কর ওঝা হইয়া ঝাড়

তুমি বাঁচাও তুমি মার

তুমি বাঁচাও তুমি মার

কেবল আল্লাহ্ তোমায় চাই আমি

কেবল আল্লাহ্ তোমায় চাই...

এই যে দুনিয়া কিসের লাগিয়া

এত যত্নে গড়াইয়াছেন সাঁই...

এই যে দুনিয়া কিসের লাগিয়া

এত যত্নে গড়াইয়াছেন সাঁই...

এই যে দুনিয়া।

Selengkapnya dari Ferdous Wahid

Lihat semualogo

Kamu Mungkin Menyukai