menu-iconlogo
huatong
huatong
fo--cover-image

তো মা র ইচ্ছে গুলো ইচ্ছে হলে

FOhuatong
.1ㅤFOYSALhuatong
Lirik
Rekaman

তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো

তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে

আমায় দিতে পারো ,

আমার ভালো লাগা , ভালোবাসা ,

তোমায় দেবো আরো ।

তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো

তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে

আমায় দিতে পারো ,

আমার ভালো লাগা , ভালোবাসা ,

তোমায় দেবো আরো ।

তুমি হাতটা শুধু ধরো ,

আমি হবো না আর কারো ,

তুমি হাতটা শুধু ধরো ,

আমি হবো না আর কারো ।

তোমার স্বপ্ন গুলো আমার চোখে

হচ্ছে জড়সড় ।

তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো

তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে

আমায় দিতে পারো ,

আমার ভালো লাগা , ভালোবাসা ,

তোমায় দেবো আরো ।

তোমার আবেগ মাখা খামখেয়ালী

আঁটছে আমার পিছু ,

আমার আসা যাওয়ার পথের বাঁকে

পাইনি অন্য কিছু ।

তোমার আবেগ মাখা খামখেয়ালী

আঁটছে আমার পিছু ,

আমার আসা যাওয়ার পথের বাঁকে

পাইনি অন্য কিছু ।

তুমি হাতটা শুধু ধরো ,

আমি হবো না আর কারো ,

তুমি হাতটা শুধু ধরো ,

আমি হবো না আর কারো ।

আমার স্বপ্ন গুলো তোমার চোখে

হচ্ছে জড়সড় ।

তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো

তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে

আমায় দিতে পারো ,

আমার ভালো লাগা , ভালোবাসা ,

তোমায় দেবো আরো ।

আমার হৃদয় যেন বানভাসি হয়

তোমার স্রোতের টাণে

আমি তোমার কাছে যাবোই যাবো

একলা থাকার দিনে ।

আমার হৃদয় যেন বানভাসি হয়

তোমার স্রোতের টাণে

আমি তোমার কাছে যাবোই যাবো

একলা থাকার দিনে ।

তুমি হাতটা শুধু ধরো ,

আমি হবো না আর কারো ,

তুমি হাতটা শুধু ধরো ,

আমি হবো না আর কারো ।

তোমার স্বপ্ন গুলো আমার চোখে

হচ্ছে জড়সড় ।

তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো

তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে

আমায় দিতে পারো ,

আমার ভালো লাগা , ভালোবাসা ,

তোমায় দেবো আরো ।

Share

Experience Smule App

Sing solo, duet or with the Artists!

Install

2023 Smule, Inc. All Rights Reserved.

Terms·Privacy·Cookies

Copyright·Acknowledgments

We

Selengkapnya dari FO

Lihat semualogo

Kamu Mungkin Menyukai