menu-iconlogo
huatong
huatong
fuad-mon-valo-nei-bar-bar-mone-hoy-cover-image

Mon Valo Nei Bar Bar Mone Hoy

Fuadhuatong
sabanoglusaban1huatong
Lirik
Rekaman
মন ভালো নেই বারে বারে মনে হয়

তুমি পাশে নেই ভাবি ধুর ছাই

কেন কাটেনা সময়

সাতটি রঙ্গে তোমাকে খুঁজে বেড়াই

বৃষ্টি শেষে দেখা না পেলে বড় অভিমান হয়

রাত কাটে নির্ঘুম আমি নিশ্চুপ

নিঃস্ব ভেবে যাই

ভালোবাসি তোমায় এতটা

রাত কাটে নির্ঘুম আমি নিশ্চুপ

নিঃস্ব ভেবে যাই

ভালোবাসি তোমায় এতটা

তোমার হাসিতে হাজার ফুল ফুটে যায়

তুমি না আসলে হাসবে কে আমার বাগিচায়

তোমার জন্য বেদনার গান লিখেছি

বুকে সব স্বৃতি গুলো এক করে সুর বেধেছি

মনে একটাই সুখ আমাকেও খুব

ভালোবাসো তুমি তাই

ভালোবাসি তোমায় এতটা

রাত কাটে নির্ঘুম আমি নিশ্চুপ

নিঃস্ব ভেবে যাই

ভালোবাসি তোমায় এতটা

মন ভালো নেই বারে বারে মনে হয়

তুমি পাশে নেই ভাবি ধুর ছাই

কেন কাটেনা সময়

সাতটি রঙ্গে তোমাকে খুঁজে বেড়াই

বৃষ্টি শেষে দেখা না পেলে বড় অভিমান হয়

রাত কাটে নির্ঘুম আমি নিশ্চুপ

নিঃস্ব ভেবে যাই

ভালোবাসি তোমায় এতটা

রাত কাটে নির্ঘুম আমি নিশ্চুপ

নিঃস্ব ভেবে যাই

ভালোবাসি তোমায় এতটা

জানি তুমি ভালো নেই আমায় একা রেখে

ভিশন কষ্টে আছ আমাকে না দেখে

কতদিন দেখিনি তোমার মুখ খানি

ক্ষনিকের জন্য থাক আর যেখানে

ফেলে তুমি আসবেই আমার এ জীবনে কারণ

ভালোবাসো আমায় এতটা

মন ভালো নেই বারে বারে মনে হয়

তুমি পাশে নেই ভাবি ধুর ছাই

কেন কাটেনা সময়

সাতটি রঙ্গে তোমাকে খুঁজে বেড়াই

বৃষ্টি শেষে দেখা না পেলে বড় অভিমান হয়

রাত কাটে নির্ঘুম আমি নিশ্চুপ

নিঃস্ব ভেবে যাই

ভালোবাসি তোমায় এতটা

রাত কাটে নির্ঘুম আমি নিশ্চুপ

নিঃস্ব ভেবে যাই

ভালোবাসি তোমায় এতটা

Selengkapnya dari Fuad

Lihat semualogo

Kamu Mungkin Menyukai