menu-iconlogo
huatong
huatong
avatar

neshar nouka 4 (নেশার নৌকা ৪)

Gogon Sakibhuatong
shamimislamanomhuatong
Lirik
Rekaman
হাতে আমার নেশার বোতল চক্ষু দুইটা লাল

কার ঠোঁটের আজ পরশ পাইয়া হয় প্রিয়ার সকাল

হাতে আমার নেশার বোতল চক্ষু দুইটা লাল

কার ঠোঁটের আজ পরশ পাইয়া হয় প্রিয়ার সকাল

ঘর টা আমার ধোঁয়ায় ভরা, বিষাক্ত এক ঘ্রাণ

ধোঁয়ার সাথে হয়না আড়ি, হয়না অভিমান

আইজ আবেগ দিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি

মাতাল হইয়া প্রিয়ার খোঁজে পাড়ি জমাইছি,

আইজ আবেগ দিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি

মাতাল হইয়া প্রিয়ার খোঁজে পাড়ি জমাইছি

দিয়াশলাই আর গাঁজার ঠোংগা আমার বিছানায়

কালো সাদা ধোঁয়া এখন হাসায় আর কাঁদায়

দিয়াশলাই আর গাঁজার ঠোংগা আমার বিছানায়

কালো সাদা ধোঁয়া এখন হাসায় আর কাঁদায়

রোজ স্মৃতি গুলা নারে কড়া মনের ও দরজায়,

বন্ধ ঘরে কেউ শোনে না বুক ফাটা চিৎকার

আইজ আবেগ দিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি

মাতাল হইয়া প্রিয়ার খোঁজে পাড়ি জমাইছি,

আইজ আবেগ দিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি

মাতাল হইয়া প্রিয়ার খোঁজে পাড়ি জমাইছি,

আইজ আবেগ দিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি

মাতাল হইয়া প্রিয়ার খোঁজে পাড়ি জমাইছি

Selengkapnya dari Gogon Sakib

Lihat semualogo

Kamu Mungkin Menyukai

neshar nouka 4 (নেশার নৌকা ৪) oleh Gogon Sakib - Lirik & Cover