⫸=====Rifat=====⫷
যখন মাথায় ওড়না দাও
লাগে ফুরা খইনা,Baby, be my বউ
সরম তুমি ফাইয়ো না গো
তুমি সাই-লে, we can keep it on the low
বেবি তোমার লাগি কি টা না ফারি yeah
বেবি তোমার লাগি কি টা না খোরি, yeah
You just say it and it happens
No baby no man’s ain’t cappin
Fly emirates, we be mappin
Halal money, no man’s ain’t trappin
ওই বেণী খুলে, এলো চুলে আসো যখন দেখি,
এই পরান জুড়ে ডাইকা চলে বাক-বাকুম পাখি।
ওই বেণী খুলে, এলো চুলে আসো যখন দেখি,
এই পরান জুড়ে ডাইকা চলে বাক-বাকুম পাখি।
ওই বেণী খুলে ..
এই পরান জুড়ে ..
ওই বেণী খুলে ..
এই পরান জুড়ে ..
কাটে না, দিন কাটে না,,
স্বপ্নে রাত, জাগি ঘুম আসে না
লাগে লাগে, লা লা লা লা লাগে আদর আগলে রাখি,
কো কো কো কো কলিজার ভেতর,
You just say it and it happens
No baby no man’s ain’t cappin
Fly emirates, we be mappin
Halal money, no man’s ain’t trappin
ওই বেণী খুলে এলো চুলে আসো যখন দেখি,
এই পরান জুড়ে ডাইকা চলে বাক-বাকুম পাখি,
ওই বেণী খুলে, এলো চুলে আসো যখন দেখি,
এই পরান জুড়ে ডাইকা চলে বাক-বাকুম পাখি,
ওই বেণী খুলে ..
এই পরান জুড়ে ..
ওই বেণী খুলে ..
এই পরান জুড়ে ..
ওই বেণী খুলে, এলো চুলে আসো যখন দেখি,
এই পরান জুড়ে ডাইকা চলে বাক-বাকুম পাখি,
ওই বেণী খুলে, এলো চুলে আসো যখন দেখি,
এই পরান জুড়ে ডাইকা চলে বাক-বাকুম পাখি,
⫸=Thank you=⫷