menu-iconlogo
huatong
huatong
avatar

কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে Krishno Aila Radhar Kunje

Habib Wahidhuatong
rileyautmnhuatong
Lirik
Rekaman
কৃষ্ণ

Singer:Habib Wahid

কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে,

ফুলে পাইলা ভ্রমরা

কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে,

ফুলে পাইলা ভ্রমরা

ময়ুর বেশেতে সাজুইন রাধিকা

ময়ুর বেশেতে সাজুইন রাধিকা

কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে,

ফুলে পাইলা ভ্রমরা

কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে,

ফুলে পাইলা ভ্রমরা

ময়ুর বেশেতে সাজুইন রাধিকা

ময়ুর বেশেতে সাজুইন রাধিকা

সোয়া চন্দন ফুলের মালা,

সখিগণে লইয়া আইলা

সোয়া চন্দন ফুলের মালা,

সখিগণে লইয়া আইলা

কৃষ্ণ দিলায় রাধার গলে,

বাসর হইল উজালা

বাসর হইল উজালা গো,

বাসর হইলো উজালা।

ময়ুর বেশেতে সাজুইন রাধিকা

ময়ুর বেশেতে সাজুইন রাধিকা

কৃষ্ণ দিলায় রাধার গলে,

রাধায় দিলা কৃষ্ণর গলে

কৃষ্ণ দিলায় রাধার গলে,

রাধায় দিলা কৃষ্ণর গলে

আনন্দে সখীগণ নাচে

দেখিয়া প্রেমের খেলা

দেখিয়া প্রেমের খেলা গো

দেখিয়া প্রেমের খেলা।

ময়ুর বেশেতে সাজুইন রাধিকা

ময়ুর বেশেতে সাজুইন রাধিকা

কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা

নাচে গায় খেলে তারা

কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা

নাচে গায় খেলে তারা

কুল ও মানের ভয় রাখে না,

ললিতা আর বিশখা

ললিতা আর বিশখা গো

ললিতা আর বিশখা

ময়ুর বেশেতে সাজুইন রাধিকা

ময়ুর বেশেতে সাজুইন রাধিকা

কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে,

ফুলে পাইলা ভ্রমরা

কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে,

ফুলে পাইলা ভ্রমরা

ময়ুর বেশেতে সাজুইন রাধিকা

ময়ুর বেশেতে সাজুইন রাধিকা

ময়ুর বেশেতে সাজুইন রাধিকা

ময়ুর বেশেতে সাজুইন রাধিকা

ময়ুর বেশেতে সাজুইন রাধিকা

ময়ুর বেশেতে সাজুইন রাধিকা

Selengkapnya dari Habib Wahid

Lihat semualogo

Kamu Mungkin Menyukai