[মেয়ে] উড়ে গেছে চিন্তাভাবনা ঘুম
মনে মনে একশো রঙ বেলুন
চুপিচুপি গল্প হবি আয়
তোকে খুব লেগেছে দারুন
[ছেলে] এভাবে চলবে আর ক'দিন
আমাকে বন্ধু করে নে
মনের অবস্থা খুব কঠিন
আমাকে একটু জায়গা দে
[মেঃ+ছেঃ] তুই বৃষ্টি হয়ে, প্রেম নামিয়ে
ধরিয়ে দে আগুন।
উড়ে গেছে চিন্তাভাবনা ঘুম
মনে মনে একশো রঙ বেলুন
চুপিচুপি গল্প হবি আয়
তোকে খুব লেগেছে দারুন।
[ছেলে] এই সুন্দর স্বর্নালী সন্ধ্যায়
একি বন্ধনে জড়ালে গো বন্ধু
এই সুন্দর স্বর্নালী সন্ধ্যায়
একি বন্ধনে জড়ালে গো বন্ধু
[মেয়ে] রসিক দিল্ কা জ্বালা
ওই লাল কুর্তাওয়ালা
দিলে বড় জ্বালা রে, পাঞ্জাবিওয়ালা
দিলে বড় জ্বালা রে, পাঞ্জাবিওয়ালা
[ছেলে] আকাশে বাতাসে
চল সাথী উড়ে যাই চল ডানা মেলে রে
ময়না রে ময়না রে
যাবো তোর পিছুপিছু ডানা মেলে রে।
[মেঃ+ছেঃ] অলিরও কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো তুমি আমার কথা শুনে
হাসো না তো!
ধরারও ধূলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো তুমি আমার কাছে কভু
আসো না তো!
[ছেলে] ভালবাসবো বাসবো রে বন্ধু
তোমায় যতনে
আমার মনের ঘরে চান্দের আলো
চুইয়া চুইয়া পড়ে।
পুষে রাখবো রাখবো রে বন্ধু
তোমায় যতনে।