menu-iconlogo
huatong
huatong
avatar

Bangla Old vs New Mashup By OSS

Hasan S.Iqbal/Dristy Anamhuatong
ONGKUR🌱huatong
Lirik
Rekaman
Song : Bangla Old vs New Mashup

Singer : Hasan S.Iqbal & Dristy Anam

Request: Moon

Orient Singer Site (OSS)

=========================

ছেলে

ওগো তোমার আকাশ দুটি চোখে

আমি হয়ে গেছি তারা

ওগো তোমার আকাশ দুটি চোখে

আমি হয়ে গেছি তারা

মেয়ে

তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি

তোর ইশারায় আমি মরে যেতেও রাজি

তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি

তোর ইশারায় আমি মরে যেতেও রাজি

ছেলে

আয়নাতে ঐ মুখ দেখবে যখন

কপোলের কালো তিল পড়বে চোখে

ফুটবে যখন ফুল বকুল শাঁখে

ভ্রমর যে এসেছিলো জানবে লোকে

মেয়ে

তোমাকে ছাড়া এ আকাশ সাজে না

সহজে তো বাতাসে বাশি বাজে না

ছেলে ও মেয়ে

চলোনা আজ এ রুপকথা তোমাকেই শোনাই..

ছেলে

তোকে জানাতে জানাতে চাই,

আমি বেচেছি ভালবাসায়

মনের কোনে আপন মনে,

ঠিকানা বানাতে চাই

আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে

আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে

মেয়ে

আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে

আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে

-----

বাকিটা সময় যেন মরণ আমার

হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার

বাকিটা সময় যেন মরণ আমার

হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার

ছেলে

আমি তোর আয়না হবো আজ

তুই শুধু ইচ্ছে মতো সাঁজ

আমি তোর আয়না হবো আজ

তুই শুধু ইচ্ছে মতো সাঁজ

রোদ্দুরে, যায় উড়ে, মন জাহাজ ...

মেয়ে

আমি দূর হতে তোমারে দেখেছি

আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি

আমি দূর হতে তোমারে দেখেছি

আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি

ছেলে ও মেয়ে

বাজে কিনকিনি রিনিঝিনি

তোমারে যে চিনি চিনি

মনে মনে কত ছবি এঁকেছি

আমি দূর হতে তোমারে দেখেছি

আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি

((( সমাপ্ত )))

Selengkapnya dari Hasan S.Iqbal/Dristy Anam

Lihat semualogo

Kamu Mungkin Menyukai