menu-iconlogo
huatong
huatong
helal-premik-premik-vab-cover-image

Premik Premik Vab

Helalhuatong
mvd1048huatong
Lirik
Rekaman
প্রেমিক প্রেমিক ভাব

সাহসের অভাব

বিয়ে করলে এতদিনে

হতে ছেলের বাপ

ও তুমি হতে ছেলের বাপ

হাই ফাই হাই ফাই ভাব

আরে খাই খাই খাই স্বভাব

চাইনা হতে আমি তোমার

ডিস্কো ছেলের বাপ

ও হায়রে তোমার ছেলের বাপ

আমার বাপের আছে টাকা

আমি রূপসী মিস ঢাকা

আমার প্রেমে পড়েনা যে

সে আসোলে বোকা রে

সে আসোলে বোকা

ওরে বাপরে বাপ

মেয়ে তো নও তুমি যেনো

কালনাগিনী সাপ

অন্য কারো প্রেমে পড়ো

আমায় করো মাফ

প্লিজ, অন্য কারো প্রেমে পড়ো

আমায় করো মাফ

তোমার নিউ মডেলের গাড়ি

কেনো করছো বাড়াবাড়ি

উড়ে উড়ে চলবো দুজন

সয়না যে আর দেরী রে

সয়না যে আর দেরী

হায়রে এ কোন কলিকাল

মেয়ে লোকের হাতে পুরুষ

বড়ই যে বেহাল

মন্দ ভালো যাই বলো

আমায় করো লাভ

হা, মন্দ ভালো যাই বলো

আমায় করো লাভ

প্রেমিক প্রেমিক ভাব

সাহসের অভাব

বিয়ে করলে এতদিনে

হতে ছেলের বাপ

ও তুমি হতে ছেলের বাপ

হাই ফাই হাই ফাই ভাব

খাই খাই খাই স্বভাব

চাইনা হতে আমি তোমার

ডিস্কো ছেলের বাপ

ও হায়রে তোমার ছেলের বাপ

Selengkapnya dari Helal

Lihat semualogo

Kamu Mungkin Menyukai