menu-iconlogo
huatong
huatong
hemanta-kumar-mukhopadhyay-jibaner-anekta-path-cover-image

Jibaner Anekta Path

Hemanta Kumar Mukhopadhyayhuatong
molder1962huatong
Lirik
Rekaman
জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি

জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি

কী পেয়েছি, আর কী পাইনি

তার হিসাব করিনি কোনোদিন

শুধু চলার পথে দেখা দৃশ্যগুলো

স্মৃতির ঘরেতে ধরে রেখেছি

জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি

বুঝিনি চলার পথে কী ছিলো দেবার

এ পথে নিজের করে কী ছিলো নেবার

বুঝিনি চলার পথে কী ছিলো দেবার

এ পথে নিজের করে কী ছিলো নেবার

জানি চরণ আমার কভু থামেনি কোথাও

ভেবে কী দিয়েছি, আর কী নিয়েছি

জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি

হৃদয় ঘিরেছে কত জানা-অজানা

পেরিয়ে এসেছি তার সব সীমানা

হৃদয় ঘিরেছে কত জানা-অজানা

পেরিয়ে এসেছি তার সব সীমানা

নতুন নতুন কত মানুষ দেখে

ভুলেছি কিছু, কিছু রেখেছি এঁকে

নতুন নতুন কত মানুষ দেখে

ভুলেছি কিছু, কিছু রেখেছি এঁকে

তবু হৃদয় আমার কভু ভাবেনি কোথাও

পথে কী হারালাম, আর কী এনেছি

জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি

কী পেয়েছি, আর কী পাইনি

তার হিসাব করিনি কোনোদিন

শুধু চলার পথে দেখা দৃশ্যগুলো

স্মৃতির ঘরেতে ধরে রেখেছি

জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি

Selengkapnya dari Hemanta Kumar Mukhopadhyay

Lihat semualogo

Kamu Mungkin Menyukai